মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের প্রবাসী সোবাহান বেপারির জমিতে থাকা অসংখ্য গাছ কেটে জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে বিরুদ্ধে।বাড়ীতে না থাকার সুযোগে শুক্রবার (৭ নভেম্বর ) সকালে শ্রীনদীর রায়ের কান্দি গ্রামে এ গাছ কেটে ফেলার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী সোবাহান বেপারীর ভাতিজি সুমি বেগম জানান, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের পুরুষদের হয়রানি করে খ্যান্ত হয়নি এখন আমাদের সম্পদ দখল করার চেষ্টা করছে বাবু বেপারী ও তার সহযোগীরা। পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের গ্রামের বাড়ীর সাথে ভিটা ওই ভিটায় অসংখ্য ফলজ ও বনজ গাছ ছিল।
কিন্তু কয়েকদিন যাবত আমাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী প্রতিপক্ষ বাবু বেপারীরা জমিতে থাকা কলাগাছ, মেহগনি, কাঁঠাল, আমগাছ সহ অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা করছে।
ভুক্তভোগী সোবাহান বেপারীর ভাতিজি সুমি বেগম আরো বলেন, গাছ কাটার সংবাদ শুনে আমরা বাড়িতে আসায় আমাদের হত্যার হুমকি দিচ্ছে এমনকি ভিটায় গেলেও আমাদের খুন করে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন, এই জায়গার দলিল সহ- এস এ, আর এস আমাদের নামে কিন্তু তারা কৌশলে বি আর এস তাদের নামে করেছে। সেই বি আর এস সংশোধনের জন্য মামলা চলমান রয়েছে। কিন্তু সেই মামলায় হেরে যাওয়ার ভয়ে এখন তারা জোর করে অসংখ্য বিভিন্ন ধরনের গাছ কেটে জমি দখল করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমাদের জান মালের নিরাপত্তা চাই।
এ ব্যাপারে অভিযুক্তরা বলেন, জমির অর্ধেক আমাদের এবং আমরাই দখলে ছিলাম। তাই আমাদের গাছ আমরা কেটে নিয়েছি।
শ্রীনদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাহমুদ বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি। পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।