মাদারীপুরে প্রাতিষ্ঠানিক সুশাসন ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহে সুশাসনের চর্চা শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেছেন মাদারীপরের সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। বুধবার (১২নভেম্বর ) মাদারীপুর জেলাপ্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে অনুষ্ঠিত “টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন” বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ এ অঙ্গীকার করেন। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। এ কর্মশালায় সনাক সভাপতি খান মো: সহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফছানা বিলকিস, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপপরিচালক (পরিবার পরিকল্পনা ) মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম, মো: বেনজির আহেেমদ, উপপরিচালক (বিআরডিবি) মো: হাবিবুর রহমান, , ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হকসহ প্রমূখ
কর্মশালাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আফছানা বিলকিস এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। এতে প্রাতিষ্ঠানিক সুশাসন, এর উপাদান ও বৈশিষ্ট্যসমূহ, সুশাসনের ঘাটতি দূরীকরণে করণীয়, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতের লক্ষ্যে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন এবং তাপর্যায় ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, প্রত্যেকটি দপ্তরকে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার স্বদিচ্ছা নিয়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাএবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্বস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি এ কর্মশালায় প্রণয়নকৃত কর্ম-পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগন যেন ঠিকমত তথ্য পান, সেটা নিশ্চিত করতে হবে, তাহলে স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিত হবে এবং আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে সক্ষম হবো।