রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। মাদারীপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে বোতলজাত সোয়াবিনে ওজন কম থাকায় এক দোকানী থেকে ৪০হাজার টাকা জরিমানা ও আদায় করেছে। সোমবার জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মহাজন পট্রিতে ‘মা কালি স্টোর’এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মাদারীপুর এর সহ পরিচালক সুচন্দন মন্ডল।
এসময় সাথে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ নুরুজ্জামান ও মাদারীপুর ২৫ ব্যাটেলিয়ান আনসার এর সদস্যরা। সহ পরিচালক সুচন্দন মন্ডল জানান, বোতলজাত সোয়াবিন “রুপ সাগর” নামের সোয়াবিন তৈলের ৫ লিটার বোতলে ১০০ গ্রাম, তিন লিটার বোতলে ১৬৮গ্রাম ও দুই লিটার বোতলে ১০৪ গ্রাম কম পাওয়ায় ‘মা কালি স্টোর’ এর মালিক সুকন্ঠ সাহাকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যা রাষ্টীয় কোষাগারের হিসাবে জমা করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।