মাদারীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও শক্তিশালী করতে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যম র্কমীদের সাথে সেমিনার ও মতবনিমিয় সভা অনুষ্ঠতি হয়েছে (৪ ডিসেম্বর)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সমন্বতি সরকারি অফিস ভবনের সভাকক্ষে এ র্কমসূচি অনুষ্ঠতি হয়। জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজতি এ সভায় গণমাধ্যমের ভূমিকা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ, নির্বাচনী আচরণ বিধি বাস্তবায়ন, মাঠর্পযায়ে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে মুক্ত মতামত ও আলোচনা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, দৃঢ়তা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। গণমাধ্যমর্কমীরা মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং উন্নয়নযোগ্য দিকগুলো তুলে ধরে আরও র্কাযকর সহযোগতিার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার পুর্নব্যক্ত করে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস), সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, জেলা তথ্য অফিসার বেনজরি আহম্মেদ ও সাংবাদিকবৃন্দ।