মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে বিএনপির মনোনয়নের দাবীতে দুই মনোনয়ন বঞ্চিতরা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ ৫কিলোমিটার ব্যাপী যানযটের সৃষ্টি হয়। আজ শনিবার বিকেলে দুই ঘন্টাব্যাপী ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে মনোনয়নপ্রার্থী হেলেন জেড়িন খানের সমর্থকরা ও মিল্টন বৈদ্য ও তার সমর্থকরা মহাসড়ক অবরোধের ঘটনা ঘটায় । পুলিশ ফায়ার সার্ভিস সদস্য ও আনসার সদস্যরা যৌথভাবে চেষ্টা চালানোর পর অবরোধকারিরা অবরোধ তুলে নিলে যান চলাচল সাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়,দীর্ঘ প্রতিক্ষার পর গত দুইদিন পুর্বে মাদারীপুর ২ (রাজৈর- মাদারীপুর আংশিক)আসনে মাদারীপুর বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেয়ায় ক্ষুব্দ হয় অপর দুই মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য। তারা দুইজনেই জাহান্দার আলী জাহানের মনোনয়ন বাতিলে দাবীতে পৃথকভাবে রাজৈরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কর্মসুচী দেয়। তারই ফলশ্রুতিতে আজ শনিবার বিকেল চার টার দিকে হেলেন জেরিন খানের সমর্থকরা রাজৈর উপজেলা সদরের সানেরপাড় ব্রিজ থেকে বিশাল মিছিল নিয়ে এক কিলোমিটার হেটে রাজৈর বাসস্ট্যান্ডে আসে। এসময় তার সমর্থকরা মহাসড়কের উপর শুয়ে পড়ে সড়ক অবরোধ করে এবং জাহান্দার আলী জাহানের মনোনয়ন বাতিল করে হেলেন জেরিন খানকে মনোনয়ন দেয়া দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ।
পাশাপাশি এ মুহুর্তে আগে থেকে জড়ো হওয়া অপর মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্যর সমর্থকরা টায়ারে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে মিল্টন বৈদ্যকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয় ও বিক্ষোভ মিছিল করে। এসময় অবরোধের উভয় পাশে প্রায় ৫কিলোমিটার ব্যাপী যানযটের সৃষ্টি হয়। আটকা পড়ে ভোগান্তির শিকার হয় মুর্মুর্ষ রোগীবাহী এ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাকসহ সহ কয়েকশত যানবাহন।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের সমর্থকরা ও মিল্টন বৈদ্যর সমর্থকরা মহাসড়ক অবরোধের ঘটনা ঘটায়। আইনশৃংখলা বাহিনী চেষ্টা চালিয়ে সড়ক থেকে অবরোধকারিদের সরিয়ে দেয় এবং রাস্তা থেকে জলন্ত টায়ার সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি। মিলন খোন্দকার