মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গনভোট ২০২৬উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার রাজৈর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরাপত্তার মধ্য দিয়ে বোট গ্রহনের নানা দিক নিয়ে বক্তব্য প্রধান অতিথি স্থানীয় সরকার, ঢাকা বিভাগের পরিচালক( যুগ্ম সচিব) মোঃ আব্দুর রহিম, সহকারি কমিশনার ভুমি নাহিদ নিওয়াজ শিশির, ওসি মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, খাদ্য কর্মকর্তা ধ্রুাব মন্ডল, শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, সহকারি প্রাথমিক অফিসার জাহাঙ্গীর আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি (সাংবাদিক-ইত্তেফাক) খোন্দকার আবদুল মতিন, চেয়ারম্যান গোলাম ফারুক, মডেল প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ ।