মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে বিয়েবাড়িতে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে দুই ঘন্টাব্যাপী তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি আঞ্চলকিতায় রুপ নিলে উপজেলা সদরে আতংক ছড়িয়ে পড়ে । এতে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত জেলার রাজৈর উপজেলা সদরের বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ নিয়ে ওই এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় একটি পক্ষ আ্জ শনিবার সকালে এলাকায় মহড়া দেয় এবং ভাংচুর করে। এ ব্যপারে সাবেক মেম্বর জাহাঙ্গীর খানসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
উপজেলা সদরের আশপাশের কয়েকটি গ্রামের লোকজন প্রায়শঃই অতি সামান্য বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তুমুল সংঘর্ষে ঘটনা ঘটে থাকে। প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেয়ায় বেশ কিছুদিন এলাকা গুলি শান্ত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় রাজৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চশব্দে গান বাজাতে থাকলে জুম্মা নামাজে অংশগ্রহনকারি এক মুসল্লী প্রতিবাদ করেন। এসময় রাজৈর উপজেলার সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫) মসজিদের মধ্যে এ আলোচনা না করার অনুরোধ করেন। এ নিয়ে মসজিদের ভেতরেই পাত্রীর চাচা অলি শেখের (৪০) সাথে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় উপজেলার প্রানকেন্দ্র রাজৈর বাজারের বেপারীপাড়া মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে প্রশাসনের পরামর্শে বাদশা মীর ও সাবেক কাউন্সিলর মহাসীন ফকিরসহ ৪/৫জন নেতৃস্থানীয় লোকজন পশ্চিম রাজৈর গ্রামে সাবেক মেম্বর জাহাঙ্গীরের বাড়ি গেলে হামলার শিকার হন। এ হামলায় বাদশাহ মীর মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাদশাহ মীর জানান, সালিশ মিমাংসার জন্য জাহাঙ্গীর মেম্বরের সাথে কথা বলা শুরু করার সাথে সাথে তার লোকজন অর্তকিতে আমাদের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে।
ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মারামারি থামানোর পর এলাকায় গিয়ে মিমাংসার কথা বলতে জাহাঙ্গীরের বাড়িতে যায় অপরপক্ষের লোকজন। এসময় অলি পক্ষের একজনকে মারধর করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ব্যপারে সাবেক মেম্বর জাহাঙ্গীর খানসহ দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখনো কোন পক্ষই মামলা দায়ের করে নাই। পরিবেশ ভালো রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হবে।