অফিস রিপোর্ট: র্যাব-৮ এলিট ফোর্স র্যাব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার জাজিরা থানায় আলোচিত ককটেল বিষ্ফোরণে ২ জন নিহত হওয়ার ঘটনায় ০৫ জন আসামী গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর।
র্যাব জানায়, এজাহার সূত্রে জানা যায় যে, গত ৮জানুয়ারী রাত ০৩.৪৫ টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামের জনৈক সাগর বেপারী (৩৫), পিতা-মৃত সিদ্দিক বেপারী এর বসত বাড়িতে বিকট শব্দে ককটেল (হাতবোমা) বিস্ফোরনের ফলে বসতঘরের টিনের তৈরী চাল ও বেড়া ছিন্ন বিছিন্ন হইয়া এদিক সেদিক পড়িয়া থাকে। বিস্ফোরণ স্থল হইতে অনুমান ৫০০ গজ দূরে জনৈক সুভোদ মোল্লা এর রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২), পিতা-দেলোয়ার বেপারী, সাং- বেপারী কান্দি, থানাজাজিরা, জেলা-শরীয়তপুর এর মৃত দেহটি পড়ে থাকতে দেখা যায়। একই ঘটনায় নবীন সরদার (২২), পিতা-রহিম সরদার, সাং- চেরাগ আলী বেপারী কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর আহত হয় এবং আহত নবীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮জানুয়ারী বিকালে মারা যায়। বোম্ব ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেল (হাতবোমা) সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেন। এই ঘটনায় ৯ জানুয়ারি জাজিরা থানায় মামলা (নং-১০) দায়ের হয় । মামলাটির গুরুত্ব বিবেচনায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ঘটনায় জড়িত আসামী গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর আভিযানিক দল পৃথক তিনটি অভিযানে এজাহার নামীয় মাহমুদুল ব্যাপারী(৩২) ও সুজন ব্যাপারী(৩২)কে শরীয়তপুর জেলার পালং থানাধীন বিলাশখান এলাকা থেকে, এজাহার নামীয় ছিদাম বেপারী(৪০)কে পালং থানাধীন মনোহর এলাকা থেকে এবং এজাহার নামীয় রনি ভূঁইয়া (৩০)কে একই থানাধীন প্রেমতলা বিসিক এলাকা থেকে গ্রেফতার করে। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা কর্তৃক পরিচালিত অপর একটি যৌথ অভিযানে ঢাকা কামরাঙ্গীরচর থানাধীন সরকারী হাসপাতালের সামনে হইতে এজাহার নামীয় মোমিন ভূইয়া(২২) গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একই আইনে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলেও জানা যায়। গ্রেফতারকৃত আসামীদেরকে শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়েছে।