টুটুল বিশ্বাস, রাজৈর#
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মাদারীপুর জেলার রাজৈরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগ জাতীয় চার নেতার স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সেকান্দার আলী শেখ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কার, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, সেলিনা মোস্তফা, নুরুল হক খান রাজৈর উপজেলা ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি সাহাজুল ইসলাম প্রমূখ । সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাজৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা মনির সুজন।
Leave a Reply