1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ এর অভিযানে গাজীপুরের কালিয়াকৈর এলাকা হতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১৮ ভুক্তভোগী উদ্ধার। - Madaripur Protidin
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত মাদারীপুরে শ্রবণ প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানের দাবীতে মানববন্ধন মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস ব্রিফিং

র‌্যাব-৪ এর অভিযানে গাজীপুরের কালিয়াকৈর এলাকা হতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ০৩ প্রতারক গ্রেফতারঃ চাকরিপ্রার্থী ১৮ ভুক্তভোগী উদ্ধার।

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ৪.১১ পিএম
  • ৫২২ জন পঠিত

অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

র‌্যাব-৪ সুত্র জানায় ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় “প্রাইড সিকিউরিটি সার্ভিস” নামক একটি ভুয়া কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত এলাকায় “প্রাইড সিকিউরিটি সার্ভিস” শাখায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ১৮ জন’কে উদ্বারপূর্বক বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্য-

১. মাসুদুর রহমান (৪৮), জেলা- যশোর
২. মাসুদ রানা অপূর্ব (৩২),জেলা-জয়পুরহাট
৩. মো: আবুল কালাম আজাদ মিঠু (৩৯), জেলা-নীলফামারী’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ১২টি রেজিস্টার খাতা, ৫০টি ভুক্তভোগীদের সিভি, ১১টি পরিচয়পত্র, ৮৮৮০ টাকা, ১৫টি ভর্তি ফরম বহি, ৩ সেট ইউনিফর্ম, ২ জোড়া বুট এবং ৩টি অফিস সিলছাড়াও বেল্ট, সিকিউরিটি ক্যাপ, রিফ্লেক্ট জ্যাকেট ইত্যাদি জব্দ করা হয় ।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই তিন প্রতারক “প্রাইড সিকিউরিটি সার্ভিস কোম্পানি” নামে একটি ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, এ্যাপার্টমেন্ট হাউজ, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড এর চাকরি দেবার নাম করে টাকা নিয়ে প্রতারণা করে আসছিলো। এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহ: সুপারভাইজার, শো-রুমের গার্ড, চেকার মেয়ে, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে সহজ- সরল, অসহায়, বেকার, স্বল্প শিক্ষিত নারী – পুরুষ এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে প্রতারিত করে আসছিলো।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ভুক্তভোগীদের মধ্যে চাকরি প্রার্থী গৃহপরিচারিকা, ছাত্র, শ্রমিক, দিন মজুর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আছেন, যারা চাকরির জন্যে তাদেরকে টাকা দিয়েছেন এবং ভুক্তভোগীদের থেকে টাকা নেবার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো, সেই সকল অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনো কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিতো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!