1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড - Madaripur Protidin
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

  • প্রকাশিত : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৩৪ পিএম
  • ৪০৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
মাদারীপুরে ইজিবাইক চালক সুলতান বেপারী (৪৫) হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো-জনি বেপারী (২২) ও শরিফুল বেপারী (২০)। তারা রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর থেকে গাছবাড়িয়া এলাকার সুলতান বেপারীর ইজিবাইক ভাড়া করে যাত্রীবেশে ওঠেন আসামী জনি বেপারী, শরিফুল বেপারী, শাওন জমাদার ও সাব্বির হাওলাদার নামে ৪ জন। পরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদীর অদূরে আশাপাট সীমান্ত এলাকায় নিয়ে রাত ১০টার দিকে সুলতানকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় ইজিবাইক নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে আটক ৪ জনকে সদর মডেল থানায় নিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় ৪জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘটনার সাথে জড়িত থাকায় ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ৪ আসামীর নাম উলে­খ করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্টু দাস। যুক্তিতর্কের প্রক্রিয়া এবং ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার দুইজনের মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। একই সাথে দন্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অপর দুই আসামী অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের বিচার কার্যক্রম শিশু আদালতে চলমান রয়েছে। এদিকে রায়ের সন্তোষ প্রকাশ করেছন রাষ্ট্রপক্ষের আইনজীবি। অপরদিকে দ্রুত রায় কার্যকরের দাবী জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার।
নিহত ইজিবাইক চালক সুলতান বেপারীর স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘একটি ইজিবাইকের জন্য আমাকে যারা বিধবা করেছে; তাদের মৃত্যুদন্ডের রায় হওয়ায় আমি খুশি হয়েছি। তবে এই রায় দ্রত কার্যকরের দাবী জানাই।’
মাদারীপুর জেলা ও দায়র জজ আদালতের পিপি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, ৪জন আসামীর মধ্যে দুইজনের ফাঁসি হয়েছে। বাকি দুই আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলমান রয়েছে। শিগগিরই তাদেরও বিচার হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!