রাজৈর প্রতিনিধি। রাজৈরে ফেসবুকে সুইসাইড নোট লিখে প্রতিবন্ধি অফিসের সিকিউরিটি গার্ড আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার থানার মোড়ে অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থা অফিসে কক্ষে।রাজৈর থানা পুলিশের এসআই কাওসাছার জানান, খবর পেয়ে সোমবার (১৫-২-২১)রাত ৯টার দিকে অফিস কক্ষের ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া রেদোয়ান খান মিলন(২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।সে আত্মহত্যার পুর্বে ফেসবুকে “আমার মৃত্যুর জন্য প্রতিবন্ধী কর্মকর্তা ও ইমনের মা দায়ী” স্টাটাস দেয়।মৃত যুবক রেদোয়ান খান মিলন পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়ার রফিকুল ইসলামের ।ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আত্ম্হত্যার কারন উদঘাটন করে আইনী ব্রবস্থা নেয়া হবে। সংস্থা কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস জানান ফেসবুকে কেন আমার কথা উল্লেখ করেছেন তা আমার বোধগম্য নয়।আমি ৩দিনের ছুটিতে বাড়ী ছিলাম। উপজেলা নির্বাহী মোঃ আনিসুজ্জামান জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
Leave a Reply