এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজৈর থানার হলরুমে ওসি শেখ সাদিকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে সংর্বধনা দেয়া হয় ।এসময় শিবচর সার্কেলের সিনিয়র এএসপি আবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেম মিয়া, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এসআই কাওছার, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন ও বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা শেষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে রাজৈর থানার অফিসার ইনচার্জের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
Leave a Reply