অফিস রিপোর্টঃ ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ২৫ জন গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব ৪ জানায়, ১২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অবৈধভাবে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে ৬ সেট প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪ টি মোবাইল এবং নগদ ৯৩,০০০/-টাকাসহ ২৫ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়ঃগ্রেপ্তারকৃতরা হলো-
(১) মোঃ মোতালেব (১৯), জেলা- সিরাজগঞ্জ।(২) মোঃ জহিরুল ইসলাম (৩৮), জেলা- নাটোর।
(৩) মোঃ সবুর মন্ডল (৪০), জেলা – নওগা।(৪) মোঃ জাকির হোসেন (২৮), জেলা- নোয়াখালী।(৫) মোঃ ইলিয়াস (৩২), জেলা- মাদারীপুর।(৬) মোঃ কামাল শিকদার (৩৫), জেলা-গোপালগঞ্জ।(৭) মোঃ রবিউল ইসলাম (৩৬), জেলা- গোপালগঞ্জ।(৮) তৌফিক হোসেন (২৬), জেলা- নওগাঁ।(৯) মোঃ আবুল হোসেন (২৬), জেলা- পিরোজপুর।(১০) মোঃ রিপন মিয়া (৪০), জেলা- কুড়িগ্রাম।(১১) মোঃ মিলন রায় (৪৫), জেলা- জামালপুর।(১২) মোঃ আবুল কালাম (৩৯), জেলা- নওগাঁ।(১৩) মোঃ সুহাগ লস্কও (২৯), জেলা- গোপালগঞ্জ।(১৪) মোঃ আজিজুল (৩৫), জেলা- মাদারীপুর।(১৫) মোঃ রহিদুল বাঘ (২৫), জেলা- নওগাঁ।(১৬) শহিদ প্রমানিক(৩৫), জেলা- রাজশাহী।(১৭) মোঃ আলমগীর (২৫), জেলা- সিরাজগঞ্জ।(১৮) মোঃ সাজ্জাদ হোসেন (৪০), জেলা- নওগা।(১৯) মোঃ বেলাল শেখ (৪৫), জেলা- বগুড়া।(২০) মোঃ রাজু (২৮), জেলা- নওগা।(২১) মোঃ রবিউল হোসেন (৪০), জেলা- রাজশাহী।(২২) মোঃ শাহ আলম (৪৫), জেলা- ঢাকা।(২৩ মোঃ সাগর (২০), জেলা- জয়পুরহাট।(২৪) মোঃ মজিবুর রহমান (২০), জেলা- কুমিল্লা।(২৫) মোঃ সুহেল (১৮), জেলা- গাইবান্ধা।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ এর ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply