টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে ঈদ পরবর্তী আওয়ামীলীগের তৃর্ণমূল নেতাকর্মীদের নিয়ে স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খালিয়া শান্তি কেন্দ্রে উপজেলা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিন তালুকদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, জেলা আওয়ামলীগের কার্যকরী সদস্য সেকেন্দার আলী শেখ, ইউসুব আলী, দেলোয়ার হোসেন দিলীপ, শ্যামল দে, চেয়ারম্যান সাহাদাত হোসেন, সত্য গাইন ও চিত্ত বৈদ্য প্রমুখ ।