অফিস রিপোর্টঃ ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে দেশীয় অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৯ জন সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৭ জুন র্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন পাবনার টেক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ৫ টি হাশুয়া, ১ টি দা, ১ টি করাত, ১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫/-টাকাসহ ৯ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ঃগ্রেফতারকৃতরা হলোঃ মোঃ রিপন মিয়া (৩০), জেলা-ঢাকা, মোঃ সানোয়ার হোসেন (৩৮), জেলা-ঢাকা, মোঃ সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), জেলা-ঢাকা, মোঃ লিটন রেজা ওরফে রাজা (৩৪), জেলা-ঢাকা, মোঃ সাইফুল ইসলাম (৩২), জেলা-ঢাকা, মোঃ আহাদ আলী (৩৮), জেলা-ঢাকা, মোঃ আশরাফ আলী (৪০), জেলা-ঢাকা, মোঃ আল আমিন (২৫), জেলা-বরিশাল ও মোঃ রোকনুজ্জামান (৩৪), জেলা- জামালপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, আসামীরা অবৈধ মাদক ব্যবস্যার সাথেও জড়িত।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply