অফিস রিপোর্টঃ র্যাব-১৫ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন র্কোট বাজারের উত্তরে উত্তম হাসপাতালের পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন খবর পেয়ে একটি চৌকস আভিযানিক দল ২৪ জুলাই উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী সুকিমং তংচংগ্যা (২৫), পিতা- অংক্যচিং তংচংগ্যা, মাতা- চান্দাও চাকমা, সাং-বরইতলী পাড়া, ইউপি- ঘুমধুম (০৯ নং ওয়ার্ড), থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবানকে আটক করতে সক্ষম হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।