অফিস রিপোর্টঃ পটুয়াখালীর গলাচিপা হতে র্যাবের হাতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব জানায় , র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ২৭ জুলাই একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫:১০ টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন নুলুয়াবাগী বাজার এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বলুইবুনিয়া, ৭নং ওয়ার্ড সাকিনস্থ খান বাড়ির কালবার্টের উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয় করিতেছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর
নের্তৃত্বে আনুমানিক আনুমানিক ১৭:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হলো মোঃ মিরাজ খান(২৮), পিতা-নুর মোহাম্মদ খান, সাং-বলইবুনিয়া, ৭নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন গার্মেন্টস শ্রমিক হলেও গাঁজাই তারদের প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৯৩৫ (নয়শত পঁত্রিশ) গ্রাম কথিত গাঁজা, ১ (এক) টি মোবাইল ফোন এবং ২ টি সীম উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Leave a Reply