1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ  - Madaripur Protidin
শনিবার, ০৪ মে ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকের বসতঘরে অগ্নিসংযোগে ৮টি ছাগলসহ মালামাল লুট আশলিয়া থেকে বিপুল পরিমান জালনোট উদ্ধার তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার। মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২ গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি

মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ 

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৬.০১ পিএম
  • ৬০৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
শুক্রবার(৮-১০-২১) কুমার নদে বিশাল নৌকা বাইচ হবে। বৃহস্পতিবার থেকে চারিদিকে সাজসাজ রব। বাইচের নৌকার মালিকরা তাদের নৌকায় রং করে ও গয়না পড়িয়ে দৃষ্টি নন্দন করছে। কার নৌকা কত বড় বা কে জিতে যেতে পারে -তা নিয়েও চলছে আলোচনা। বর্ষা মৌসুমে চারিদিকে পানি ঘেরা। খেলাধুলা করার মত নেই কোন উচু জমি। তাইতো বর্ষার অবসরে যেখানে আনন্দের খবর পায়, সেখানেই আনন্দের স্বাধ নিতে মানুষের সমাবেশ ঘটে।

তাইতো মুজিববর্ষ উপলক্ষে রাজৈর উপজেলা আছমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে ও বিশিষ্ট শিল্পীপতি শাহীন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে কুমার নদে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে লক্ষাধিক নারী পুরুষ দর্শকের সমাবেশ ঘটে। নদীর দুই পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ .উপভোগ করে।

এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর,কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় । এ নৌকা বাইচকে কেন্দ্র করে বহু দোকানি নানা পসড়া সাজিয়ে রাস্তা ও নদীর দুই পাড়ে দোকান বসিয়ে বেচা কেনা করে।

অপুর্ব  গাইনের পরিচালনায়    নৌকাবাইচ শেষে উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজনের পরিচালনায়  সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আ. ফ. ম ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি প্রথম স্থান অধিকারী পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাহান মিয়াসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, ওসি শেখ সাদিক, শিল্পপতি শাহীন চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদের সদস্য নূর জাহান পারুল,  ও কাউন্সিলর সাগর আহমেদ উজির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION