1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে বেড়িয়ে উন্নয়শীল দেশের কাতারে গেছে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে।মাদারীপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী - Madaripur Protidin
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে দাবিতে ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন কালকিনিতে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার সাভারে ক্লুলেস শহিদুল ইসলাম (২৪) হত্যাকান্ডের রহস্য উদঘাটন। হত্যাকা-ের মূলহোতা নুর আলম@ টান আলম (২৪)’কে গ্রেফতার মাদারীপুরে মায়ের হত্যার বিচার চাইলেন দুই শিশু সন্তান মাদারীপুরে চাকরি দেওয়ার নামে ঘুস নিয়ে প্রতারণা, সেই দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত মাদারীপুরে বোরো ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতী মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মাদারীপুরে কেন্দ্র দখল করতে গিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫

বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে বেড়িয়ে উন্নয়শীল দেশের কাতারে গেছে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে।মাদারীপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ৭.২২ পিএম
  • ১১৯ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ১০০ ইপিজেড জোন সরকার প্রতিষ্ঠা করেছে। যাতে ামরা বিনিয়োগকে উৎসাহিত করতে চাই। সমস্ত উন্নয়ন মিলিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।ডিজিটাল গড়ে আমরা স্মাট বংলাদেশে গড়ার দিকে নিয়ে যাব। ২০২১ এর রুপকল্প শেখ হাসিনার সরকার তা পুরুন করেছে। বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে বেড়িয়ে উন্নয়শীল দেশের কাতারে গেছে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সামগ্রিক পরিকল্পনার ভেতরে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, ছিন্নমূল মানুষ, নারী ও শিশু অন্তর্ভূক্ত থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে। শুক্রবার দুপুরে মাদারীপুরে সার্কিট হাউসে ও বিকেল মাদারীপুর উৎসব ২০২৩ বানিজ্য মেলা উদ্বোধন কালে এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের কৃষক মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। যে উন্নয়নের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেটা হলো অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন। দেশের ব্যাংকিং সেবার ভেতরে কিভাবে কৃষকের অন্তর্ভূক্ত করা যায় সে লক্ষ্যে এই পরিকল্পনা। দেশের অর্ধেক জনগোষ্ঠির বেশি নারী। নারীদের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম করছে। তাদের দক্ষতার উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তাদের এগিয়ে আনা। নারীদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা।

তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারসহ নানান প্রশিক্ষণ দিয়ে এগিয়ে আনছে সরকার। ই-কমার্স অনলাইনের মাধ্যমেও নারীরা কিভাবে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা নিয়েছে সরকার। জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, ২০০৯ থেকে বর্তমান সরকার একটানা ক্ষমতায় রয়েছে। এরমধ্যে দারিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে কমিয়ে ২১ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানান ধরনের ভাতা দিচ্ছে সরকার।

আগামীতে মাতৃতকালীন, বিধবা, নারী, প্রতিবন্ধী, শিক্ষা ভাতাসহ নানান ধরনের ভাতা বাড়ানো হবে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচন অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইফ নুর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম, টাঙ্গাইলের গোপালপুর আসনের সংসদ সদস্য ছোট মনির, মাদারীপুর কালকিনি আসনের সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপ, সিনিয়র সচিব আবদুস সালাম, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,  পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION