1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে রাজিব হত্যায় ২৩ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন,৪জন বেকসুর খালাস - Madaripur Protidin
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ রাজৈরে শহীদ হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা শরীয়তপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মারুফ খান(২৪) কে নারায়নগঞ্জে গ্রেফতার

মাদারীপুরে রাজিব হত্যায় ২৩ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন,৪জন বেকসুর খালাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬.৪৩ পিএম
  • ৪৭১ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদরের রাজিব সরদার হত্যা মামলার ১১ বছর পর রায়ে ২৩ জনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ মামলার রায় ঘোষণা করেন। আর এই রায়কে ঐতিহাসিক রায় বলে দাবী করেছেন মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন আব্দুল হাই হাওলাদার, আব্দুল হক হাওলাদার, জহিরুল হাওলাদার, রাসেল হাওলাদার, রাজা হাওলাদার, কালু হাওলাদার, সোবহান হাওলাদার, তুষার শরীফ, ইউসুপ হাওলাদার, আজিজুল হাওলাদার, রহিম হাওলাদার, রেজাউল হাওলাদার, শামিম হাওলাদার, আহাদ হাওলাদার, দলিলউদ্দিন হাওলাদার, অলিলউদ্দিন হাওলাদার, জসিম হাওলাদার, মনির হাওলাদার, সুমন শরীফ, সাগর শরীফ, হাফিজুল কাজী, কালু কাজী, আলাউদ্দিন কাজী।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, সেকেন হাওলাদার, উজ্জ্বল হাওলাদার, জামাল হাওলাদার, রুবেল হাওলাদার, নুরুল আমিন হাওলাদার, বাকিবিল্লা হাওলাদার।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, গত ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। এ সময় তিনি পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় আসলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে তিনি মারা যায়।
এ ঘটনার ৩ দিন পর নিহতের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আছাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে সদর থানার তৎকালীন পুলিশের উপ-পরিদর্শক রাজিব হোসেন তদন্তের পর ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। পরে বিচারিক আদালতে দীর্ঘ ১১ বছর যুক্তিতর্ক শেষে উপযুক্ত স্বাক্ষী প্রমাণের ওপর ভিত্তি করে ২৩ জনকে মৃত্যুদ- ও ৬ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন। বাকি ৪ জনকে খালাস দেয়া হয়। এদিকে এ রায় ঘোষণার সময় ২২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এব্যাপারে মাদারীপুর দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘এটি একটি ঐতিহাসিক রায়। মামার সাথে বিরোধের জেরে তার ভাগ্নেকে কুপিয়ে যখম করে প্রতিপক্ষরা। দীর্ঘ ১১ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলার ২৩ জনকে ফাঁসির আদেশ দেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৩ জন মারা গেছে। ফলে তারা আইনের উর্ধ্বে হওয়ায় তাদের রায় হয়নি।’
মামলার বাদী আলী হাওলাদার বলেন, ‘দীর্ঘ দিন পর হলেও রায় পেয়ে আমরা খুশি। তবে আরো বেশি খুশি হবো, যেদিন রায় কার্যকর হবে। আমার সাথে বিরোধের জের ধরে আমার উঠতি বয়সী ভাগিনাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেই রক্তের দাগ তখনই মুছবে যেদিন ওরা ফাঁসিতে ঝুঁলবে। রায়ে আমার আত্মা শান্তি পাইছে।’
তবে আসামীপক্ষের আইনজীবী বাবুল আখতার বলেন, ‘আমার মক্কেলের সাথে ন্যায় বিচার করা হয়নি। যে কারণে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। আগামীতে রায়ের কপি পেলে উচ্চ আদালতে আপীল করবো। আশা রাখি সেখানে আমরা ন্যায় বিচার পাবো। এর বেশি বলতে চাই না।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!