1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ভ্যানচালকের মেয়ে গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় চীফ হুইপ লিটন চৌধুরী লেখাপড়ার দায়িত্ব নি‌লেন - Madaripur Protidin
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

ভ্যানচালকের মেয়ে গোল্ডেন জিপিএ ৫ পাওয়ায় চীফ হুইপ লিটন চৌধুরী লেখাপড়ার দায়িত্ব নি‌লেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৪.০২ পিএম
  • ৪১৭ জন পঠিত

মাদারীপুর প্রতি‌নি‌ধি:

এসএসসি পরীক্ষায় মাদারীপু‌রের শিবচরে ভ্যানচালকের মেয়ে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত সুমাইয়া আক্তারের বাড়িতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রতিনিধিদের মাধ্যমে মিষ্টি পাঠিয়েছেন। চীফ হুইপ সুমাইয়ার কলেজে লেখাপড়ার দায়িত্ব নেয়ায় কলেজে ভর্তির সকল অনিশ্চয়তা কেটে গেল।
এছাড়াও তার পরিবারের জন্য আশ্রায়ন প্রকল্পে ঘরের ব্যবস্থার নির্দেশনা দেয়া হয়েছে। এসময় চীফ হুইপের ভাই ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী সুমাইয়ার সাথে মুঠোফোনে কথা বলে তাকে আশ্বাস্ত করেন ও ভাল মতো লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী পরিবারটিকে সেলাই মেশিন ও মেধা বৃত্তির ঘোষনা দিয়েছেন।

অদম্য মেধাবী সুমাইয়ার জীবন সংগ্রাম ও কলেজে ভর্তির অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি চীফ হুইপের নজরে আসলে তিনি অদম্য মেধাবীর পাশে দাড়ান।

জানা যায়, শিবচরের মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামের দরিদ্র ভ্যানচালক মোঃ হবি মোল্লা ও তাসলিমা বেগমের ৪ সন্তানের তৃতীয় মেয়ে সুমাইয়া আক্তার। পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনের শিকার হয়ে চরজানাজাত থেকে এই এলাকায় এসে বছরে পাঁচ হাজার টাকা খাজনায় এক টুকরো জমি ভাড়া নিয়ে দোচালা ঘর তুলে বসত গড়ে হবি মোল্লার পরিবার। এরপর বড় মেয়ের বাচ্চা হওয়ার পর স্বামী তাড়িয়ে দেয়ায় সেও আশ্রয় নিয়েছে এ বাড়িতে। সবমিলিয়ে সংসার চালানো নিয়েই হিমশিম পরিস্থিতি। দিন এনে দিন খাওয়া পরিবারটির কাছে লেখাপড়া স্বপ্নের মতো হলেও সুমাইয়ার ছিল অদম্য ইচ্ছা শক্তি। প্রতিদিন আধা ঘন্টার মতো পায়ে হেটে পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে যেত আবার ফিরতো একইভাবে। ৯ম শ্রেনীতে পড়া অবস্থায় মা বাবা বিয়ে ঠিক করলে সুমাইয়া প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নিলে তার আশ্বাসে ও সহায়তায় চলতি বছর এসএসসিতে অংশ নেয়। ফরম ফিলাপের টাকাও দেয় প্রধান শিক্ষক।

সুমাইয়ার জীবন সংগ্রাম ও কলেজের ভর্তির অনিশ্চয়তা নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সকালেই স্কুলটির প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে কথা বলে খোজখবর নেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প‌রে সুমাইয়ার বাড়িতে চীফ হুইপের নির্দেশে তার পক্ষ থেকে মিষ্টি নিয়ে যান জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী, প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল হকসহ প্রতিনিধি দল। এসময় সুমাইয়ার পরিবার আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্থানীয়রা চীফ হুইপের এমন উদ্যোগে সাধুবাদ জানান।

অদম্য মেধাবী সুমাইয়া আক্তার কাদতে কাদতে বলেন, আমি সত্যিই অভিভূত। এমনদিন আমার পরিবারে আসবে ভাবতে পারিনি। চীফ হুইপ স্যার আমার লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তার ভাই ফোনে কথা বলেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

সুমাইয়ার মা তাসলিমা বেগম বলেন, আমাগো সংসার চালাইতেই কষ্ট হইতো। অন্যের দেয়া শাড়ী পইড়া জীবন কাটতো। মাইয়ারে পড়ানো দুঃস্বপ্ন ছিল। সব অনিশ্চয়তা কাইটা গেছে। মেয়েডা কলেজে পড়বো। আমাগো এমপির জন্য সব হইলো।

পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামসুল হক বলেন, নিউজটা দেখে চীফ হুইপ মহোদয় আামকে দু’বার ফোন দিয়ে ওর সব জেনেছে। তাৎক্ষনিকভাবে ওর লেখাপড়া,আবাসনসহ সব ব্যাপারে অবগত হয়ে এর সুব্যবস্থা করেছেন। এরআগেও সে বহু অদম্য দরিদ্র মেধাবীদের পাশে দাড়িয়েছেন।

জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী বলেন, চীফ হুইপ মহোদয় সুমাইয়ার ভাল ফলাফলে খুশি হয়ে বাড়িতে আমাদের দিয়ে মিষ্টি পাঠিয়েছেন। কলেজে লেখাপড়ার ব্যবস্থা করেছেন।এছাড়াও তার পরিবারের জন্য আশ্রায়ন প্রকল্পে ঘরের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান পরিবারটিকে সেলাই মেশিন ও মেধাবীর জন্য মেধা বৃত্তির ঘোষনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!