রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদ থেকে স্বামীর পরকীয়ার বলি গৃহবধু শারমিনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার শংকরদী এলাকার কুমার নদ থেকে এ ভাসমান সারমিন বেগমের(২০) লাশ উদ্ধার করে। তার স্বামীর বাড়ী একই উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পশ্চিম সরমঙ্গল গ্রামে ।পুলিশ ওই গৃহবধুর স্বামী আকাশ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে । ধারনা করা হয় স্বামী আকাশ সারমিনকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।আকাশ শুক্রবার দুপুরে ফোন করে স্ত্রী সারমিনকে ঈদের বাজার করার জন্য টেকেরহাট আসতে বলে। সারমিন স্বামীর টেলিফোন পেয়ে টেকেরহাটের উদ্দেশ্যে স্বামীর বাড়ী থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।শারমিন ওই দিনই(শুক্রবার) সকালে পিত্রালয়(শিবচর) থেকে স্বামীর বাড়ী আসে । শারমিনের ভাই সিরাজ ভুইয়া জানায়, হত্যাকান্ড সংঘটিত এলাকার এক মহিলার সাথে আকাশের পরকীয়া প্রেম চলছিল। এ অবৈধ প্রেমে বাধা দেয়ায় আকাশ তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ।এক বছর পুর্বে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামের শাহজালাল শেখের ছেলে আকাশ শেখের সাথে সারমিনের বিয়ে হয় ।শারমিন শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের আয়নাল ভুইয়ার মেয়ে। ওসি (তদন্ত)আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ ময়না তদন্ত করার মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply