1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুইদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

মাদারীপুরে দুইদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৪১৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥

নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদারীপুরে দুইদিন ব্যাপী পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা । কর্মসূচির মধ্যে ছিল অধিবাস ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, কৃষ্ণ পূজা, প্রার্থনা, বর্ণাঢ্য  শোভাযাত্রা,আলোচনা সভা,হরিনাম সংকীর্তন,যজ্ঞানুষ্ঠান ও প্রসাদ বিতরণ।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার বিকালে মাদারীপুর পুরান বাজার শ্রীশ্রীরাধা গোবিন্দ  মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও শ্রীশ্রী কৃষ্ণ পূজা শেষে ধর্মীয় শোভা যাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন মাদারীপুর জেলাপ্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোঃমাসুদ  আলম,মাদারীপুর জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ম সাধারন সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র মোঃখালিদ হোসেন ইয়াদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মাদারীপুর পুরান বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সভা শ্রীশ্রী কালী মন্দিরের নাট মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজল কৃষ্ণ দে, শ্যামল দে,অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ, বাবুল চন্দ্র দাস, এ্যাড. বিমল চন্দ্র বাড়ৈ, এ্যাড. বিদ্যুৎ কান্তিবাড়ৈ, হরিপদ দাস,নিত্যানন্দ হালদার,রামকৃষ্ণ পাল,অমল কৃষ্ণ বেপারী,উত্তম পোদ্দার, সজলরায় সনাতন, সুধীরর ঞ্জনবালা , সন্তোষ পোদ্দার, নন্দদুলাল সাহা, সহদেব বালা, সুভাষ ভক্ত প্রমুখ।

এদিকে বুধবারসন্ধ্যায় কালী মন্দির নাট মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণট্রাস্ট  ও মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড.অসীম সরকার (ঢাঃবিঃ)। হিন্দু  ধর্মীয় কল্যাণট্রাস্টের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মোঃমুহিতউদ্দিন মোল্লার অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজল কৃষ্ণ দে, শ্যামল দে,স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ, প্রানতোষ মন্ডল, প্রবাবুল চন্দ্র দাস, এ্যাড. বিমল চন্দ্র বাড়ৈ, এ্যাড. বিদ্যুৎ কান্তি বাড়ৈ, হরিপদ দাস, নিত্যানন্দ হালদার, রামকৃষ্ণ পাল,অমল কৃষ্ণ বেপারী, সুধীর রঞ্জন বালা,নন্দ দুলাল সাহা প্রমুখ।

অন্যদিকে শুভজন্মাষ্টমী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা, রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা। রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণ সাজে শ্রুতি ব্যানার্জী ও রাধা সাজে অদ্রিজা পালন ন্দিনী প্রথম স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে স্বর্নের লকেট পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে  পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপনরায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি কমলকুন্ড,ুউপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারনসম্পাদক জগবন্ধু কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলাপূজা উপযাপন পরিষদ ও প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রদ্যুৎকুমার সরকার।

এছাড়াও কালকিনি,ডাসার ও রাজৈর উপজেলায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!