1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুইদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে দুইদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৩৬৬ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি॥

নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদারীপুরে দুইদিন ব্যাপী পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা । কর্মসূচির মধ্যে ছিল অধিবাস ,শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, কৃষ্ণ পূজা, প্রার্থনা, বর্ণাঢ্য  শোভাযাত্রা,আলোচনা সভা,হরিনাম সংকীর্তন,যজ্ঞানুষ্ঠান ও প্রসাদ বিতরণ।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার বিকালে মাদারীপুর পুরান বাজার শ্রীশ্রীরাধা গোবিন্দ  মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও শ্রীশ্রী কৃষ্ণ পূজা শেষে ধর্মীয় শোভা যাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় শোভাযাত্রার উদ্বোধন করেন মাদারীপুর জেলাপ্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মোঃমাসুদ  আলম,মাদারীপুর জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ম সাধারন সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র মোঃখালিদ হোসেন ইয়াদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মাদারীপুর পুরান বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সভা শ্রীশ্রী কালী মন্দিরের নাট মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজল কৃষ্ণ দে, শ্যামল দে,অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ, বাবুল চন্দ্র দাস, এ্যাড. বিমল চন্দ্র বাড়ৈ, এ্যাড. বিদ্যুৎ কান্তিবাড়ৈ, হরিপদ দাস,নিত্যানন্দ হালদার,রামকৃষ্ণ পাল,অমল কৃষ্ণ বেপারী,উত্তম পোদ্দার, সজলরায় সনাতন, সুধীরর ঞ্জনবালা , সন্তোষ পোদ্দার, নন্দদুলাল সাহা, সহদেব বালা, সুভাষ ভক্ত প্রমুখ।

এদিকে বুধবারসন্ধ্যায় কালী মন্দির নাট মন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণট্রাস্ট  ও মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড.অসীম সরকার (ঢাঃবিঃ)। হিন্দু  ধর্মীয় কল্যাণট্রাস্টের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মোঃমুহিতউদ্দিন মোল্লার অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজল কৃষ্ণ দে, শ্যামল দে,স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ, প্রানতোষ মন্ডল, প্রবাবুল চন্দ্র দাস, এ্যাড. বিমল চন্দ্র বাড়ৈ, এ্যাড. বিদ্যুৎ কান্তি বাড়ৈ, হরিপদ দাস, নিত্যানন্দ হালদার, রামকৃষ্ণ পাল,অমল কৃষ্ণ বেপারী, সুধীর রঞ্জন বালা,নন্দ দুলাল সাহা প্রমুখ।

অন্যদিকে শুভজন্মাষ্টমী উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা, রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী উদযাপন করেছে সনাতন ধর্মালম্বীরা। রাধা-কৃষ্ণের সাজ প্রতিযোগিতায় ভগবান শ্রীকৃষ্ণ সাজে শ্রুতি ব্যানার্জী ও রাধা সাজে অদ্রিজা পালন ন্দিনী প্রথম স্থান অর্জন করে। বিজয়ীদের মাঝে স্বর্নের লকেট পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে  পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি স্বপনরায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি কমলকুন্ড,ুউপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারনসম্পাদক জগবন্ধু কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলাপূজা উপযাপন পরিষদ ও প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রদ্যুৎকুমার সরকার।

এছাড়াও কালকিনি,ডাসার ও রাজৈর উপজেলায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!