1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সাব-রেজিস্টার না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে সাব-রেজিস্টার না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি

  • প্রকাশিত : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৯.১০ এএম
  • ৩৬২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা ॥
মাদারীপুরে সদর উপজেলা সাব-রেজিস্টার না থাকায় সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। আর নিয়মিত জমি দলিল না হওয়ায় প্রতি মাসে সরকার প্রায় ৫কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। গত তিনমাস সেবা প্রত্যাশীরা বার বার অফিসে আসা-যাওয়া খরচের সাথে বেড়েছে চরম ভোগান্তি। জমি বিক্রির অর্থ না পাওয়ায় অনেকের আটকে আছে বিদেশযাত্রা, রোগীদের উন্নত চিকিৎসা সেবাসহ নানা জটিলতা। এতে ক্ষুব্ধ দলিল লেখকরাও। আর অসহায়ত্বের কথা জানান অফিসের কর্মকর্তারা। পাশাপাশি প্রতি মাসে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ৫কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনমাস ধরে দলিল রেজিস্ট্রি হয় না। তাই অফিসে নেই দাতা-গ্রহীতার তেমন আনাগোনা। অধিকাংশ সময় খালি পড়ে থাকে চেয়ার-টেবিল। এমন চিত্র মাদারীপুর সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসের। নিয়মিত বদলির অংশ হিসেবে সদর উপজেলায় সাব-রেজিস্টার অন্যত্র চলে যান। পরে সপ্তাহে দুই থেকে তিনদিন দলিল রেজিস্ট্রি করার জন্য শিবচর উপজেলার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। তাও মাঝে মাঝে অনিয়মিত। এতে বার বার অফিসে আসা-যাওয়ায় অর্থের অপচয়ের সাথে সাধারণ মানুষের বেড়েছে ভোগান্তি। সাব-রেজিস্টার অফিস সূত্র জানায়, স্বাভাবিক সময়ে সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসে মাসে ৮শ” থেকে ১ হাজার দলিল রেজিষ্ট্রি হয়। এই দলিল রেজিস্ট্রির মাধ্যমে মাসে ৫-৭ কোটি টাকার রাজস্ব আয় করে সরকার। এই অফিসের আয়ের শতকরা তিন টাকা চলে যায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের তহবিলে। সেই অর্থ দিয়ে বছর ব্যাপী করা হয় নানা উন্নয়নমূলক কর্মকান্ড। সেটিও আটকে আছে দীর্ঘদিন ধরে।

সদর উপজেলার পাঁচখোলার বাসিন্দা ফিরোজ খান বলেন, ‘দলিল করতে এসেছি। কোন কর্মকর্তা নাই। কয়েকবার এসেও দলিল করতে পারি নাই, ভোগান্তি হচ্ছে। অফিসার ছাড়া অফিস অচল।’ মিঠাপুর থেকে আসা মিজানুর রহমান বলেন, ‘এখানে সকাল ১০টার সময় এসে বসে আছি। এখন বলতেছে সাব-রেজিস্টার নাই। ভোগান্তির শিকার হচ্ছি, সপ্তাহে দুই-তিনদিন নয়, নিয়মিত অফিসার দিলে আমাদের ভোগান্তি কম হবে। তাই দ্রুতই অফিসার দেয়ার দাবি জানাচ্ছি।’

মাদারীপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. দিদার হোসেন জানান, ‘নিয়মিত সাব-রেজিস্টারের মাধ্যমে দলিল করতে না পারায় সরকার হারাচ্ছে রাজস্ব। যদি নিয়মিত অফিসার পাওয়া যায়, তাহলে কাজের গতি বাড়বে। মানুষের ভোগান্তি থাকবে না।’

মাদারীপুর সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারী মো. আলী মিয়া জানান, ‘নতুন অফিসার দেয়ার ব্যাপারে একাধিকবার উর্দ্ধতন কর্তৃপক্ষ আশ^াস দিলেও মিলছে না সমাধান। স্থায়ীভাবে একজন কর্মকর্তা ছাড়া অফিস চালানো মুসকিল। তাই দ্রুতই সাব-রেজিস্টার দরকার।’

মাদারীপুর জেলা রেজিস্টার মুনিরুল হাসান বলেন, ‘সদর উপজেলা সাব-রেজিস্টার নিয়োগ দেয়ার জন্য ঢাকার প্রধান অফিসকে বলা হয়েছে। আশা করছি চলতি মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে। জনগণের আর কোন দুর্ভোগ থাকবে না।’

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!