1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ফসলি জমি ও রাস্তা কেটে খাল খনন ॥ প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে ফসলি জমি ও রাস্তা কেটে খাল খনন ॥ প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ৩১৯ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে ফসলি জমি ও রাস্তা কেটে খাল খনন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী, কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ। রোববার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বড় বাহাদুরপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খাল খনন বন্ধে এলাকারবাসী জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সর্বশেষ বিআরএস জরিপে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৫৭নং বড় বাহাদুরপুর মৌজায় ১৪৪৪ নং দাগে হালট হিসেবে লিপিবদ্ধ। বড় বাহাদুরপুর থেকে এলাকা চৌহদ্দি পর্যন্ত এক কিলোমিটারের মধ্যে ইটের রাস্তা রয়েছে। এছাড়া অত্র এলাকায় বহু ঘরবাড়ি ও গাছপালা থাকার পর বিএডিসি অফিসের পক্ষ থেকে প্রায় দেড় কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়া হয়। এতে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কায় বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করেন স্থানীয়রা। স্থায়ীভাবে খাল খনন বন্ধের দাবি জানান তারা। খাল খনন প্রকল্প বাদ দিয়ে তার পরিবর্তে ইটের রাস্তাকে পাকা রাস্তা নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

জানা যায়, বিএডিসি মাদারীপুর সদর উপজেলার অফিসের পক্ষ থেকে ১হাজার ৩০০ মিটার খাল খনন উদ্যোগ নেয়া হয়। গত সপ্তাহে কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানে বুঝিয়ে দেয় কর্তৃপক্ষ। পরবর্তী ৯০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। এতে খরচ ধরা হয় ১৫ লাখ ৮৫ হাজার টাকা। মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা রাসমোহন সরকার, বীর মুক্তিযোদ্ধ বিশে^শর বাড়ৈ পরিমল সরকার, শুকচাঁন ভক্ত, কমলেশ ভক্ত।
পরিমল সরকার বলেন, ‘এখানে খাল খনন করা হলে কৃষকের জমি নষ্ট হবে। বড় বড় ভবন থেকে শুরু করে বসতঘর ভেঙ্গে যাবে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হবে এলাকাবাসী। আমরা খাল চাই না। এই খাল খনন যদি বন্ধ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। কৃষকের ফসলি জমি কোন অবস্থাতেই ক্ষতিগ্রস্থ হতে দেয়া যাবে। প্রয়োজনে আমরা উচ্চ আদালতের যাবে।’ কমলেশ ভক্ত বলেন, ‘কৃষি ফসল আনতে একটা রাস্তা প্রয়োজন, অথচ সেটা না করে ইটের রাস্তা ভেঙ্গে খাল খনন করা হচ্ছে। এটা কোন অবস্থায় মেনে নেয়া যাবে না। পাকা রাস্তা হলে জনগণ উপকৃত হবে।’

বীর মুক্তিযোদ্ধা রাসমোহন সরকার বলেন, ‘আমার বয়স ৬৫ বছর। জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনই এখানে খাল ছিল না। তাহলে কেন খাল খনন করতে হবে। পূর্বে এখানে হাঁটার জন্য রাস্তা ছিল, এলাকার খামারী ও কৃষকরা এখান দিয়ে গরু নিয়ে যেতো। খাল খনন করা হলে অত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হবে। এখানে খাল খনন নয়, এখানে রাস্তা চাই। কেউ কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য লাভবান হওয়ার লক্ষ্যে খাল খনন করার প্রকল্প নিয়েছে। এতে জনগণ উপকৃত হবে না।’

বীর মুক্তিযোদ্ধ বিশে^শর বাড়ৈ বলেন, ‘আমার বয়স ৭৫ বছর হয়েছে। কখনই দেখি নাই এখানে খাল ছিল। আমিও এখান দিয়ে গরু নিয়ে যাতায়াত করেছি ছোট সময়। দক্ষিনপাশের মাঠে হাজার হাজার মন ধান হয়, ফসলি জমি নষ্ট করে খাল খনন করা হলে কৃষকরা অভাবী হয়ে পড়বে। তাই আমরা খাল খনন চাই না। একটি হালট ছিল এখানে। যা সরকারি খাতায় লিপিবদ্ধ। একটি মহল শত শত পরিবারকে সর্বশান্ত করার পায়তারা করছে। ইটের রাস্তা নষ্ট করে খাল খনন এটা কোন কিছুতেই হতে দেয়া যাবে না।’

এ ব্যাপারে বিএডিসি’র মাদারীপুর সদর উপজেলার ইঞ্জিনিয়ার রাজীব হোসেন বলেন, ‘৫০-৬০ বছর আগে এখানে খাল ছিল। যা পলি পড়ে ভরাট হয়ে যায়। অথচ এখন এলাকাবাসী খাল খনন চান না, তাই আপাতত কাজ বন্ধ রয়েছে। তাদের সাথে সমঝোতা করেই পুনরায় খাল খননের কার্যক্রম শুরু করা হবে।’
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান সাংবাদিকদের বলেন, ‘খাল খনন বন্ধের জন্য একটি আবেদন করেছেন এলাকাবাসী। সবকিছু খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!