1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দাওয়াত না পেয়ে ছাত্রলীগের অভিযোগে তিন কলেজ ছাত্রকে আটক - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে দাওয়াত না পেয়ে ছাত্রলীগের অভিযোগে তিন কলেজ ছাত্রকে আটক

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৮.৪৫ এএম
  • ২৯২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ‘জিনিয়াস ক্লাব’ নামে নব গঠিত একটি ছাত্র সংগঠন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কলেজ শাখার ছাত্রলীগের কাউকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জিনিয়াস ক্লাবের তিন সদস্যকে শিবির আখ্যায়িত করে আটক করে। পরে আটক তিন কলেজছাত্রকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর সরকারি কলেজের মূল ভবনে এ ঘটনা ঘটে।

আটক তিন কলেজছাত্র হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে সাইফুল্লাহ মানসুর (২৩), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাগিয়া এলাকার মনিরুজ্জামান মোল্লার ছেলে হামিম মোল্লা (২১) ও বরগুনার আমতলী উপজেলার আব্দুল খলিফার ছেলে মাহফুজুর রহমান (২১)। এদের মধ্যে সাইফুল্লাহ মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ¯œাতক চতুর্থ বর্ষের ও হামিম, মাহাফুজুর পদার্থ বিজ্ঞান বিভাগের ¯œাতক দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী।

পুলিশ ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ উৎসবের আয়োজন করে কলেজের নব্য গঠিত একটি ছাত্র সংগঠন জিনিয়াস ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মানসুর নবীনবরণ উৎসবের মূল আয়োজক। তাঁর নেতৃত্বে অন্য বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কলেজের মূল ভবনের ৮ নম্বর কক্ষে শনিবার সকাল থেকেই চলতে থাকে উৎসবের প্রস্তুতি। বেলা ১১টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ওই কক্ষে গিয়ে বাঁধা সৃষ্টি করে। পরে সাইফুল্লাহসহ তিন কলেজছাত্রকে শিবিরের নেতাকর্মী আখ্যায়িতক করে তাদের অনুষ্ঠান পন্ড করে দেয় ছাত্রলীগ। পরে সদর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ কলেজে গিয়ে ওই তিন কলেজছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে।

কলেজের সাধারণ শিক্ষার্থী সৈকত হোসেইন বলেন, ‘জিনিয়াস ক্লাব নামে নতুন একটি সংগঠন একাদশ শ্রেণির নবীনবরণের অনুষ্ঠান আয়োজন করলে সেখানে আমরা যাই। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষে প্রবেশ করে সেটা পন্ড করে দেয়। ওই আয়োজন একাদশ শ্রেণির ছাত্র ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা আসছিল। আমরা হট্টগোল দেখে সরে আসি। পরে পুলিশ নবীনবরণের ব্যানারসহ তিনজনকে ধরে নিয়ে যায়।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদ বলেন, ‘নবীনবরণের অনুষ্ঠান শুরু হবে ওই সময় ছাত্রলীগের কয়েকজন অনুপ্রবেশ করে শিবির বলে স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের ওই রুম থেকে বের করে দেয়। সাধারণ ছাত্ররা ভালো কোন অনুষ্ঠানের আয়োজন করলেই সেখানে ছাত্রলীগ আধিপত্য দেখানোর চেষ্টা করে।’

পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শ্যামল চন্দ্র শিকদার বলেন, ‘আমাদের বিভাগের দুই ছাত্রকে আটকের বিষয়টি আমরা অবগত নাই। আমি অধ্যক্ষের সাথে আলোচনা করবো। ছাত্রদের রাজনৈতিক পরিচয় কার কি তা আমাদের জানাও নেই। তারা কি কারণে আটক তাও জানা নেই। যেহেতু পুলিশ তাদের ধরে নিয়ে গেছে বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখবো।’

আটক তিন কলেজছাত্রের দাবি তাঁরা সাধারণ শিক্ষার্থী। তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাদের একজন সাইফুল্লাহ মানসুর বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণের জন্য ফোন করে দাওয়াত দেওয়া হয়। শিক্ষার্থীরা অনুষ্ঠানে আসার পরে আমরা জিনিয়াস ক্লাবের সদস্য সংগ্রহের কার্যক্রমও শুরু করি। অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ছাড়া অন্য কোন রাজনৈতিক সংগঠনকে দাওয়াত দেওয়া হয়নি। এ কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে।’
আটক মাহফুজুর রহমান বলেন, ‘তারা (ছাত্রলীগ) আমাদের শিবির নেতা বলে আখ্যায়িত করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আমাদের থানায় নিয়ে আসে। অথচ আমরা কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নই। ছাত্রলীগের নেতারা তাদের আধিপত্য দেখানোর জন্য আমাদের সাথে এই জঘন্য আচারণ করেছে।’

অভিযোগের বিষয় জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘কলেজে নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান করতে হলে অধ্যক্ষ, শিক্ষক সমিতি, ছাত্র সংগঠন সবাই জানবে। কলেজ কর্তৃপক্ষের অনুমতিও থাকবে। এসব কোন কিছুই না করে একটি সন্ত্রাসী মহল কথিত একটি সংগঠন বানিয়ে তারা কলেজে হুট করে একটি নবীনবরণ উৎসবের আয়েজন করে। এই অনুষ্ঠানের আয়োজক দুজন শিবিরের সাথে জড়িত বলে আমরা জেনেছি। সাধারণ শিক্ষার্থীরা তাদের অনুষ্ঠান বয়কট করে পুলিশকে জানালে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এখানে আমরা তাদের কোন বাঁধা বা মারধর কিছুই করিনি। তারা যে অভিযোগ করেছে, তা সত্য নয়।’
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘কলেজে নবীনবরণ অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা হট্টগোল করছে এমন খবর পেয়ে সেখানে পুলিশ যায়। পরে জিনিয়াস ক্লাবের সদস্যরা শিবির বলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কাছে অভিযোগ দেন। এ কারণে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তিন কলেজছাত্রকে থানায় আনা হয়েছে। তাদের বিষয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ জামান মিয়া বলেন, ‘একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানের জন্য জিনিয়াস ক্লাবের সদস্যরা আমার কাছে মৌখিক অনুমতি নেয়। পরে আমি তাদের বলেছি, সবাইকে নিয়ে যদি অনুষ্ঠান করতে পারো তাহলে করো। পরে শুনেছি ওই সংগঠনের তিনজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। আটক ছাত্ররা পুলিশের কাছে জবাবদিহি করবে। এখন আমরা কি করবো? আমাদের কিছুই করার নেই।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!