রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। সাহেবী বেশে এসে সুরক্ষিত মোবাইলের দোকানের তালা খুলে নির্বিঘেœ প্রবেশ করে তাকে সাজানো মোবাইল সেটগুলি ব্যাগে ভড়ে আবার বেড়িয়ে গেল সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ সদস্যরা । আজ বুধবার সকাল ৭.৪১ মিনিটের সময় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের অত্যান্ত ঘনজন চলাচল কাঁচাবাজার রোডের আজিজ মার্কেটে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চুরিতে তিন যুবক অংমগ্রহন করে। দোকানের স্থাপিত সিসিটিভির ফুটেজ দেখে চুরির আদ্যপান্ত দেখা যায়। চোরের দল চুরি শেষে শাটারে তাদের নিজস্ব তালা লাগিয়ে চলে যায়। এ রোডে ভোর সারে পাঁচটা থেকেই মানুষজনের চলাচল শুরু হয়।
দোকান মালিক সজিব হাওলাদার জানান, সকাল ৯টার দিকে এসে দোকানে একটি শাটারের তালা খুলে অন্য শাটারের তালা খুলতে গিয়ে বিপদে পড়েন তিনি। তার কাছে থাকা চাবিতে ওই তালাটি খুলছেনা । আর তখনই সন্দেহ হলে তাকিয়ে দেখে তার দোকানের তাকগুলি খালি। তাকে সাজিয়ে রাখা কোন মোবাইল সেট নেই। চোরের দল প্রায় ১৫ থেকে ১৭ লক্ষ টাকার বিভিন্ন ব্রান্ডে মোবাইল সেট নিয়ে গেছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন চুরির ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই চোরচক্রকে ধরতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।