1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে চেতনা নাশক খাওয়ায়ে শিক্ষকের স্বর্ণালঙ্কার লুট । অজ্ঞান পাটির ৩ সদস্যের দুইদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

মাদারীপুরে চেতনা নাশক খাওয়ায়ে শিক্ষকের স্বর্ণালঙ্কার লুট । অজ্ঞান পাটির ৩ সদস্যের দুইদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ।

  • প্রকাশিত : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৪০১ জন পঠিত

মাদারীপুরে প্রতিনিধি।
মাদারীপুরে সরকারি কলেজের এক শিক্ষককে যাত্রীবাহী বাসে ডাবের পানিতে সুকৌশলে চেতনা নাশক খাওয়ায়ে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় অজ্ঞান পাটির ৩ সদস্যকে গ্রেফতারের পর দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার পর বিজ্ঞ আদালত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা অপরাধের কথা স্বীকার করলেও আদালতে অস্বীকার করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রের উপস্থিতিতে রবিবার বিকালে ভিকটিমের মাধ্যমে আসামীদের সনাক্ত করণের প্রক্রিয়া সম্পন্ন করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ।

পুলিশ, সিসিটিভির ফুটেজ,পূজারী ও মামলার বিবরনে জানাগেছে, মাদারীপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বেদানন্দ হালদার গত ১৮ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে মাদারীপুর শহরের শহীদ মানিক সড়কের ভাড়া বাসা থেকে বের হয়ে বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠের দুপুরের পূজা আরতিতে অংশগ্রহনের উদ্দেশে টেকেরহাটগামী একটি লোকাল বাসে রওয়ানা দেন । বাসটি মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে পৌছলে বেদানন্দ হালদারের পাশের সিটের একযাত্রী (অজ্ঞান পাটির সদস্য) ডাব কিনে খান । এ সময় ডাব বিক্রেতার অনুরোধে কলেজ শিক্ষক বেদানন্দ হালদার‘ও একটি ডাব কিনেন । এরপরই সে নেশায়আশক্ত হয়ে পড়েন এবং সাধু ব্রীজ নামকস্থানে বাস থেকে নেমে মঠের পূজা আরতিতে অংশগ্রহণের আশ্রমে যান। এ সময় অজ্ঞান পাটির সদস্যরাও বাস থেকে নেমে তাকে অনুসরণ করতে থাকে । বেদানন্দ হালদার নেশায় আশক্ত অবস্থায় শ্রীশ্রী প্রণব মঠের দুপুরের পূজা আরতিতে অংশ নিতে মন্দিরে প্রবেশ করে অচেতন অবস্থায় উপুড় হয়ে বসে থাকেন । এ অবস্থায় অজ্ঞান পাটির সদস্যরা মন্দিরে প্রবেশ করে পূজারীদের চোখ ফাকি দিয়ে বেদানন্দ হালদারের হাতে থাকা আটআনা ওজনের একটি স্বর্নের আংটি সুকৌশলে খুলে নিয়ে ফ্লিমি স্টাইলে চলে যায়।

পূজা আরতি শেষ হলেও অধ্যাপক বেদানন্দ হালদারকে উপুড় হয়ে বসে থাকতে দেখে পূজারীরা তাকে ওঠার জন্য অনুরোধ জানান । ডাকাডাকিতে তিনি না ওঠায় তাকে ধরে ওঠানোর চেষ্টা করলে তিনি মন্দিরের মধ্যে লুটিয়ে পড়ে যান। বিষয়টি তার বাড়ীর লোকজনকে অবহিত করলে বাড়ীর লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে টেকেরহাট ডাঃ জুয়েল বাড়ৈ এর চেম্বারে নেওয়া হয় । চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ফলে তাকে এ্যাম্বুলেন্সযোগে ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্স এ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আসন সংকুলান না হওয়ায় ঢাকার বে-সরকারি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বেদানন্দ হালদারকে। সেখানে তিনি ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোল থেকে ফিরে আসেন তিনি ।

এ ব্যাপারে ভিকটিমের ভাইপো বিশ্বজিৎ হালদার বাদী হয়ে অজ্ঞান পার্টির ৪সদস্যকে আসামী করে মাদারীপুর সদর থানায় ২২-০৮-২৩ ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । জিআরমামলা নং৫১৭/২৩(গ)।
মাদারীপুর পুলিশ চট্রগ্রামের পাহাড়তলী থানা পুলিশের হাতে অজ্ঞান পার্টির গ্রেফতারকৃত ৩ সদস্য ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈকাঠি গ্রামের অধীর অধিকারীর ছেলে বিপ্লব অধিকারী(৩৬), বরগুনা জেলার পাথরঘাটা থানার পাথরঘাটা গ্রামের মোঃ ফজলু ঘরামীর ছেলে মোঃ সোহাগ ঘরামী(৪১) ও একই থানার গুটাবাছা গ্রামের মৃত নিজাম ফকিরের ছেলে মোঃ শাহাদাত হোসেন(৫৪) কে শোন এরেস্ট দেখানো হয় । আসামীদের মাদারীপুর জেলা কারাগারে প্রেরণের পর পুলিশ ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাদারীপুর সদর মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ বাবুল হাওলাদার জানান, অজ্ঞানপাটির ৩ সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ডের পর জেলা কারাগারে প্রেরণ করা হয় ।

সোমবার(১৬ অক্টোবর) বিকালে বিজ্ঞ আদালতের একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ক্ষমতাপ্রাপ্ত ২জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলা কারাগারে ভিকটিম অধ্যাপক বেদানন্দ হালদার আসামীদের শনাক্ত করেন। আসামীরা বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!