1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ৪৫ বছর ধরে প্রতিমা বানিয়ে চলছে কালিপদ সূত্রধর - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

মাদারীপুরে ৪৫ বছর ধরে প্রতিমা বানিয়ে চলছে কালিপদ সূত্রধর

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৫.০৯ পিএম
  • ৩২৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
দুর্গা প্রতিমা ছাড়াও গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর হাজারো প্রতিমা গড়েছেন নিজ হাতে। নিরান্তভাবে ছুঁটে চলছেন ৪৫ বছর ধরে। বিরাম নেই প্রতিমা কারিগর মাদারীপুরের কালিপদ সূত্রধরের। তবে এখন আর আগের মতো শরীরে শক্তি নেই। রোগ-শোকে বাঁধ সেজেছে প্রতিমা তৈরিতে। ফলে ১০ বছর আগেও প্রতি দুর্গা পূজায় ৮ থেকে ১০টি মন্দিরে প্রতিমা তৈরির কন্ট্রাক নিলেও এখন মাত্র একটি মন্দিরের প্রতিমা তৈরি করছেন তিনি। এতেও আবেগ আর অনুভূতির কমতি নেই কালিপদের। প্রতিমা তৈরির সেসব স্মৃতি মনে পড়লে ছলছল করে উঠে চোখের কোণায়।

জানা যায়, মাদারীপুর পৌর শহরের কুলপদ্ধি শিমুলতলায় কালিপদ সূত্রধরের বাড়ী। ১৯৭৫ সালে বাবা বিশ্বানাথ সূত্রধরের হাত ধরে এ পেশায় নামেন। হাতে-কলমে বাবার কাছেই শিখছেন কৌশল। এরপরে একে একে গড়েছেন হাজারো প্রতিমা। গেলো ৪৫ বছরে তিনি ৪ হাজারের উপরে প্রতিমা তৈরি করেছেন একাই। তবে তার বড় ছেলে সঞ্জয় সূত্রধর বাবার পেশায় আসেনি। হয়েছেন ইলেকট্রিক মেকানিক। আর ছোট ছেলে শংকর সূত্রধর হয়েছেন দোকানী। বংসধররা কেন এ পেশায় আসেনি। এমন প্রশ্নে তার সহজ উত্তর, আগের মতো কমর নেই প্রতিমা শিল্পীদের। মেশিনের সাহার্য্যে তৈরি হয় প্রতিমা। যে কারণে অন্য পেশায় চলে যাচ্ছে পরবর্তি প্রজন্ম।

আরো জানা যায়, এবার দুর্গা পূজায় কালিপদ সূত্রধর মাত্র একটি মন্দিরের প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। আগে ১০টি মন্দিরের প্রতিমা গড়েছেন তিনি। এখন তার বয়স ৭০ ছুইছুই। ফলে রোগ আর বয়সের ভাড়ে কাজ করতে পারে না। তাই প্রতিমা শিল্পীদের সরকারীভাবে সহযোগিতার দাবী কালিপদ সূত্রধরের পরিবার ও এলাকাবাসী।
কালিপদ সূত্রধর বলেন, ‘আগের মতো আর কাজ পারি না। সারা জীবন ঠাকুর বানিয়েই চলেছি। বাবার হাতে শিখেছি কাজ। আর ছাড়তে পারেনি। মায়া মমতায় প্রতিমা বানিয়েছি। এখনো বানাই। তবে এখন আর আগের মতো দাম নাই আমাদের মতো কারিগরদের। বর্তমানে মিশনে ঢাইস দিয়ে প্রতিমা তৈরি করা হয়। যে কারণে আমাদের কদর নাই। ফলে আমার দুই ছেলে এই পেশায় আসেনি। তারা অন্য কাজ করছে।

কালিপদ সূত্রধরের স্ত্রী সাধনা বলেন, ‘আমার স্বামী জীবন ভর প্রতিমা তৈরি করেই গেলো। সরকাবি বা বেসরকারীভাবে কোন সহযোগিতা পেলো না। কি দাম আছে এমন শিল্পীর কাজ করে। এর চেয়ে অন্য পেশায় থাকলে বেশি ভালো হতো। তাই পোলাপানদের পেশায় আনে নাই।

কালিপদ সূত্রধরকে এক নামে চিনেন মাদারীপুরের মানুষ। তিনি দেশের প্রতিটি জেলায় সুনামের সাথে প্রতিমা তৈরি করেছেন। তাদের মতো প্রতিমা শিল্পীদের সরকারীভাবে পৃষ্ঠপোষকতার দাবী সনাতন হিন্দু সম্প্রদায়ের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!