1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৮.১২ এএম
  • ৩৪২ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপু‌রে আড়িয়াল খাঁ ন‌দে শ‌নিবার বি‌কে‌লে ঐতিহ‌্যবা‌হি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঙ্খিরাজ, টিয়া‌ঠো‌ড়ি, বাচারী এমন বাহারী ১১টি নৌকার অংশগ্রহনে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়।

জানা গেছে, মাঝিমাল্লার হাতে থাকা বৈঠা চলছে সমানতালে সাথে হৈহুল্লুড় আওয়াজ। কাঁসার ঘন্টার টুংটাং শব্দ। শনিবার পড়ন্ত বিকেলে আড়িয়াল খাঁ নদের পাড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। কেউবা আবার ট্রলারে করে উপভোগ করে এই নৌকাবাইচ। সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই বাইচের আয়োজন করা হয়। লক্ষীগঞ্জ ব্রিজের নিচ থেকে হাজরাপুর ব্রিজে গি‌য়ে শেষ হয়। এই এলাকা জুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা।

অংশ নেয়া ১১টি নৌকার মধ্যে বা‌জিতপু‌রের প্রশান্ত ওঝা প্রথম পুরস্কার ‌হি‌সে‌বে ৩২ সিফ‌টি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার পান কোটা‌লিপাড়ার কা‌লিপদ তালুকদার পান ২৮ সিফ‌টি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার পান বা‌জিতপু‌রের ম‌জিবর শেখ এক‌টি ৩২ ইঞ্চি টে‌লি‌ভিশন।

পুরস্কা বিতরনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পৌরসভার ৮নং ওয়া‌র্ডের সহ-সভাপ‌তি আলাউদ্দিন বেপারী। প্রধান অ‌তি‌থি ছি‌লেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডি‌স্ট্রিজের সভাপ‌তি হা‌ফিজুর রহমান জাচ্চু খান। নৌকা বাইচের সা‌র্বিক দা‌য়ি‌ত্বে ছি‌লেন রা‌স্তির সা‌বেক ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ইদ্রিস শিকদার, সমাজ‌সেবক আতাউর রহমান রু‌বেল মু‌ন্সি, হাজরাপু‌রের হা‌বিব বেপারী, স্থানীয় ইউপি মেম্বার গোলাম মওলা ফ‌কির, আব‌ুল বাসার, সুমন বেপারী, রা‌স্তির যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ ফ‌কির, পু‌টিয়ার মোখ‌লেস ফ‌কির, জাহাঙ্গীর আকন, এ‌্যাড. রিয়াদ মোল্লা, ম‌ফিজ তালুকদারসহ স্থানীয় লোকজন।

আয়োজক ইদ্রিস শিকদার বলেন, ইতিহাস আর ঐহিত্যকে ধরে রাখতে নৌকাবাইচের বিকল্প নেই। নৌকাবাইচকে ঘিরে নদের দুইপাড়ে বসে হরেক রকমের দোকান। খাবার ও খেলনাসহ বিভিন্ন দোকানে ক্রেতা-বিক্রেতাদের সরগরম। যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগা‌মি‌তেও এমন উদ্যোগ নেয়া হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!