টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
বিএনপির ডাকা তিনদিন অবরোধের ও নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে শান্তি সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগ টেকেরহাট বন্দরে একটি শান্তি মিছিল বের হয়ে বন্দরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে টেকেরহাট বাসষ্ট্যান্ড গোল চত্তরে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী, স্থানীয় এমপির প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির, উপজেলা যুবলীগের আহবায়ক রেজানুল হক রেজন প্রমুখ ।