1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
‘জাতীয় পার্টিকে ছাড়া আওয়ামী লীগ কিংবা বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারিনি’ - Madaripur Protidin
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

‘জাতীয় পার্টিকে ছাড়া আওয়ামী লীগ কিংবা বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারিনি’

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৫.২১ পিএম
  • ৩১৯ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
জাতীয় পার্টিকে ছাড়া আওয়ামী লীগ কিংবা বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারিনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের বিশেষ সহকারি ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। সোমবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, ১৯৯৬ সালে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ সরকার গঠন করে আওয়ামী লীগকে সমর্থণ না দিলে আওয়ামী লীগও ক্ষমতায় আসতে পারতো না। ২০০৬ সালে আওয়ামী লীগের ছিল ১৪ দলীয় জোট, যখন জাতীয় পার্টি তাদের সাথে যোগ দেয়, তখন সেটা হয় মহাজোট। এই মহাজোটের নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য দিনদিন খারাপ হয়ে যাচ্ছে। এরআগে হুসেইন মোহাম্মদ এরশাদ ১৯৯০ সালে চ্যালেঞ্জ করে ক্ষমতা না ছাড়লে ১৯৯১ সালে বিএনপিও সরকার গঠন করতে পারতো না।

জাতীয় পার্টির কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। মানুষ জীবনের নিরাপত্তা, শান্তি, সুবিচার চায়। এমন-কি মায়ের কোলের শিশুর নিরাপত্তাও চায়। কর্মসংস্থারের পাশাপাশি দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চায়। এসবকিছু আওয়ামী লীগ কিংবা বিএনপি দিতে পারে নাই। এটা শুধু এরশাদের আমলেই সম্ভব হয়েছে। এজন্যই মানুষ এখন পল্লীবন্ধুর হাতে তৈরী জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ২০২৪ সালে সরকার গঠন করবে।

দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ যদি ঢাকা-খুলনা মহাসড়ক নির্মানের ব্যবস্থা না করতো, তাহলে পদ্মা সেতু নির্মাণও হতো না। পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেছেন সাবেক সফল রাষ্ট্রপতি পল্পীবন্ধু এরশাদ। মানুষের যতকিছু পরিবর্তণ হয়েছে, সেটা শুধু পল্লীবন্ধু এরশাদের আমলেই হয়েছে।

জাতীয় পার্টির মাদারীপুর জেলা শাখার আহবায়ক মহিদ হাওলাদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলোমগীর শিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মাদারীপুর জেলা কমিটির সদস্য সচিব লিয়াকত খান, যুগ্ন আহবায়ক রব খানসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!