মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার বেলা ১২ টার দিক জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধারর করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশ পৌছে লাশটি উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply