রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।রাজৈরে মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ রোববার রাজৈর উপজেলা আছমত আলী খান মিলনায়তনে ইউএনও মোঃ মাহফুজুল হক এর সভপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন সরকারি কর্মকর্তাগন।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) তাসফিক সিগবাতউল্লাহ, ওসি মোঃ মাসুদ খান, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কায়ুম মীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অশোক কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান মোশারফ হোসেন । শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ১০০টাকার টোকেন, শীতবস্ত্র তুলে দিয়ে উন্নতমানের খাবার পরিবেশন করেন।
Leave a Reply