মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে যৌতুকের জেরে এক গৃহবধূরকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর পৌর শহরের থানতলীর গোলবাড়ী এলাকায় স্বামীর ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় আসমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহতের পরিবারের দাবী, টাকা না দেয়ায় স্বামীর পরিবার গৃহবধূকে হত্যা করে ঘরে ফ্যাঁনের সাথে ঝুঁলিয়ে রেখেছে। এঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামীর পরিবার পলাতক রয়েছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০১১ সাথে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের মোস্তফা মৃধার মেয়ে আসমা আক্তারের (২৮) সাথে পৌরসভার গোলবাড়ী এলাকার শহর হাওলাদারের ছেলে উজ্জ্বল হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কারণে আসমার পরিবার থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেয়। এরপরে উজ্জ্বল হাওলাদার কয়েক বছর আগে ইতালি চলে যায়। কিন্তু উজ্জ্বলের ছোট ভাই সজীব হাওলাদারকে ইতালি নেয়ার জন্যে উজ্জ্বল আসমা আক্তারকে চাপ দিতে থাকে। কিন্তু আসমার পরিবার সেই টাকা দিতে রাজি না হওয়ায় মোবাইলে হুমকি-ধামকি দেয় উজ্জ¦ল। সোমবার বিকেলে স্বামীর সাথে মোবাইলে ঝড়গা হলে আসমা তার বাবার বাড়ী থেকে শশুর বাড়ী চলে আসে। পরে মঙ্গলবার দুপুরে আসমাকে কোথাও পাওয়া না গেলে তার বসতঘরের রান্না কক্ষের ফ্যাঁনের সাথে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এঘটনার তার স্বামীর পরিবার পলাতক রয়েছে। আসমা আক্তারের ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
নিহতের ভাই উজ্জ্বল মৃধা বলেন, ‘আমার বোনের স্বামী এপর্যন্ত নানা অজুহাতে ৩৫ লাখের উপরে টাকা নিয়েছে। সোমবারও সে এক লাখ টাকা আর একটি মটরসাইকেল দাবী করে। আমি সেটা দিতে অস্বীকার করলে বোনকে মোবাইলে গালাগালি করে। তার ছোট ভাই বাড়ীতে বোনকে টাকার জন্যে নির্যাতন করতো। তারাই আমার বোনকে হত্যা করে ফাঁনের সাথে ঝুঁলিয়ে রেখেছে। এই হত্যার বিচার চাই।’
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় আপাতত দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে। দোষী না হলে ব্যবস্থা নেয়া হবে না।’
ঘটনার পরে নিহত আসমার আক্তারের স্বামীর পরিবার পলাতক রয়েছে। তাদের কাউকে পাওয়া যায়নি।
Leave a Reply