কালকিনি
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এই শ্লোগানকে বুকে লালন করে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কয়ারিয়া এলাকার মোল্লাবাড়ি কল্যাণ তহবিলের উদ্যোগে মোল্লাবাড়ি চত্বরে চাল, তেল, ডাল, সোলা, পিয়াজ, আলু, চিনিসহ বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা মোঃ মশিউর রহমান ইরাদ, এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল আলম, মোঃ মোশাররফ হোসেন মোল্লা মোঃ জিয়াবুল রশিদ, মো. সায়েম হোসেন, মোহাম্মদ আজিম, মো. জোবায়ের হোসেন, আবু সুফিয়ান, মানিক মোল্লা ও মোঃ সুজন হোসেন প্রমুখ।
এ ব্যাপারে মোঃ জোবায়ের হোসেন বলেন, আমরা প্রায় সাত বছর যাবত মোল্লাবাড়ি কল্যাণ তহবিলের পক্ষ্য থেকে রমজানের উপহার সামগ্রী বিতরণ করে আসছে। তবে আমাদের পাশাপাশি সমাজের বিত্তশীলদেরকেও এ ধরনের কাজ করা উচিত।
Leave a Reply