1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অবৈধ বালুর ব্যবসার দ্বন্দ্ব । মাদারীপুরের টেকেরহাটে ৩ ভাইকে কুপিয়ে হত্যা ঘটনায় ৪৯ জনকে নামীয় আসামীসহ আরো ৮০/৯০আসামী করে মামলা  - Madaripur Protidin
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ইয়াকুব খান শিশিরের  বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা  মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন মাদারীপুরে কৃষক ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী রাজৈরে ডাচ্-বাংলা ব্যাংক কর্মীর কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই। পুলিশের চারটি টিম মাঠে নেমেছে জাজিরায় হাত বোমা তৈরীর সময় ২ জন নিহতের ঘটনায় ৫ জন আসামী গ্রেফতার কালকিনিতে ব্যবসায়ীর বাড়ির গেটে তালাবদ্ধের প্রতিবাদে মানববন্ধন রাজৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা রাজৈরে কোডেক এর শীতবস্ত্র বিতরন পৈতৃক জমি দখল করে মিথ্যা মামলা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

অবৈধ বালুর ব্যবসার দ্বন্দ্ব । মাদারীপুরের টেকেরহাটে ৩ ভাইকে কুপিয়ে হত্যা ঘটনায় ৪৯ জনকে নামীয় আসামীসহ আরো ৮০/৯০আসামী করে মামলা 

  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১.১২ এএম
  • ৩৯৪ জন পঠিত

টেকেরহাট ( মাদারীপুর) সংবাদদাতা। কুমার নদ, কীর্তিনাশা নদ ও আড়িয়াল খা নদ বেষ্টিত মাদারীপুর জেলার অতিলাভজনক ব্যবসার নাম বালির ব্যবসা। এব্যবসা করে অল্পদিনেই ধনিক শ্রেনীতে পদার্পন করা যায় । এর ফলে জেলার সর্বত্রই বালির ব্যবসা জমজমাট হয়ে উঠছে । অন্যদিকে দিঘী, পুকুর, মাঠ ঘাটে আধুনিকমানের দেশীয় প্রযুক্তির ছোটছোট ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে বিক্রি করে আসছে বালি দস্যুরা। এরা খুবই অপ্রতিরোধ্য। এদের রয়েছে উন্নতমানের সোর্স। আবার এ সোর্সদের সাথে সমাজপতি ও প্রশাসন ঘনিষ্ট ব্যক্তিদের রয়েছে চমৎকার যোগাযোগ। ফলে সমস্ত বাধা অতিক্রম করে প্রকাশ্যে একটু নির্বিঘ্নে এ লাভজনক বালির ব্যবসা চালিয়ে যাচ্ছে বালু দস্যুরা। একারনে নতুন মেরুকরনে মাদারীপুরের সর্বত্র বালির ব্যবসার দখল নিয়ে ছোট বড় সংঘাত লেগেই আছে। দেশের পট পরিবর্তনে এ সংঘাত আরো চাঙ্গা হয়ে উঠেছে।

এরই জের ধরে বালির ব্যবস্যার দখলের দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৮মার্চ শনিবার সকাল ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিন ভাই খোয়াজপুর গ্রামের আজিবুর সরদারের দুই ছেলে সাইফুল ইসলাম ও আতাউর সরদার এবং একই গ্রামের মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭) কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার তিন জনের মধ্যে আপন দুই ভাইয়ের মা সুফিয়া বেগম শনিবার (৮ মার্চ) রাতে ৪৯ জনকে নামীয় আসামীসহ আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় স্থানীয় বালু ব্যবসায়ী হোসেন সরদারকে প্রধান আসামি করা হয়। সংঘর্ষের পর আটককৃত তিনজনকে এ হত্যাকান্ডের মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে ওই এলাকার পুরুষ সদস্য পালিয়ে যাওয়ায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে নিহত দুই ভাই সাইফুল ইসলাম ও আতাউর সরদারের মরদেহ এলাকায় আাসলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয় । কান্নায় ভেঙ্গে উপস্থিত স্বজনরা। পরে তাদের মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। পরে আরেক নিহত পলাশ সরদারের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহসিন জানান, এখন পর্যন্ত একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সাইফুল সরদারের মা সুফিয়া বাদি হয়ে এ মামলাটি করেছেন। এ মামলায় ১ নং আসামি করা হয়েছে হোসেন সরদারকে। মোট ৪৯ জনের নাম উল্লেখসহ আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহসিন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ২ নং আসামি মতি সরদারের স্ত্রী কুলসুম বেগম, খোয়াজপুর গ্রামের রুবেল বেপারী ও সুজন মাহমুদ। গ্রেফতারকৃত ওই তিনজনকে আজ (রবিবার) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। আওয়ামীলীগ  সরকারে পতনের পর এ নিয়ে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে একই এলাকার বিএনপি নেতা শাজাহান খান (শাজাহান মোহরী) ও তার সমর্থক হোসেন সরদারে সাথে। এরই জের ধরে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে শাজাহানের লোকজন। সাইফুলের উপর হামলা চালায়। এ খবর আশপাশে ছড়িয়ে পড়লে সাইফুলের দুই ভাই অলিল ও আতাউরসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে মসজিদের ভিতরে প্রবেশ করে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করেন সাইফুল ও তার ভাই আতাবুর। এসময় আক্রমনকারিরা মসজিদের ভিতরে ঢুকেই তাদের দুই ভাইকে কুপিয়ে হত্যা করে । এসময় কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের আরেক ভাই অলিল সরদারসহ তার চাচাতো ভাই পলাশ সরদার (১৭) ও তাজেল হাওলাদারকে (১৮)। এ ঘটনা ৪ নারীসহ অন্তত আরো ৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় পলাশ সরদার (১৭), অলিল সরদার (৪০) ও আজিজুল হাওলাদারের ছেলে তাজেল হাওলাদার (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে পলাশ সরদারের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই নিহতদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে হত্যাকারীরা।
মাদারীপুর সদর থানার ওসি মোকছেদুর রহমান জানান, শান্তি রক্ষায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!