অফিস রিপোর্ট র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর সহায়তায় জেলা প্রশাসন, মাদারীপুর কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে।
র্লর্টযাব জানায়, ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনা লগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, চাঁদাবাজ, চোরাচালানকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। ভেজাল বিরোধী খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে র্যাবের অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুরএর সহায়তায় জেলা প্রশাসন, মাদারীপুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ ২জুন র্য ব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর সহায়তায়জেলা প্রশাসন, মাদারীপুর বাজার মনিটরিং এর অংশ হিসেবে মাদারীপুর শহরস্থ পুরাতন বাজারে ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায়, ট্রেড লাইসেন্স না থাকায় এবং বিভিন্ন অনিয়ম ও ক্রটি-বিচ্যুতি দৃষ্টি গোচর হওয়ায় মাদারীপুর শহরের পুরাতন বাজারস্থতিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত কর্তৃক অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের ভেজাল খাদ্যের কুফল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply