মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলা কার্যালয় ও ইসলামি পাঠাগারের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮ টায় রাজৈরের টেকেরহাটের আবাসিক এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আহমেদ আকনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলার আমীর মাওলানা মোকলেসুর রহমান। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাজলিসুল মুফাসসিরীন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমান খান, মাজলিসুল মুফাচ্ছিরিন মাদারীপুর জেলা সভাপতি মনিরুজ্জামান হামিদী, রাজৈর পৌর জামায়াতের আমির শেখ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার নজরুল ইসলাম, মাজলিসুল মুফাচ্ছিরিন রাজৈর উপজেলার সভাপতি মুফতি আবুল হাসান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আলী হাসান ফকির, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল ফকির, ইসলামি আন্দোলনের ফেরদাউস মোড়লসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকন ও কর্মীবৃন্দ।
Leave a Reply