মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে । সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলা কৃষি অফিসে সামনে ৩৫জন কৃষকের মাঝে ৩৫ টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। শিবচর উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এই সময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর খামারবাড়ির কৃষি প্রকৌশলী মিতা কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
এ সময় ২৭ হাজার টাকা দামের এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। এ মেশিনে সর্বোচ্চ ৩০০ মন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে ।