মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বাংলাদেশ জামায়েত ইসলামী রাজৈর শাখার উদ্যোগে দিন ব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টেকেরহাট বন্দরে নিজস্ব অফিসের হলরুমে কর্মী শিক্ষা শিবিরে উপজেলার শাখার আমীর সহকারি অধ্যাপক আলী আহম্মেদ আকনের সভাপতিত্বে শিক্ষামুলক বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ মসলিসুল মুফাচ্ছিরিন মাদারীপুর জেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান হামিদী, ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান, অঞ্চল সহকারি দেলোয়ার হোসেন, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান ও সাবেক জেলা আমীর শামসুল আলম প্রমুখ।