মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে ৪র্থ দিনের মতো স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী চলছে। ১৪তম গ্রেডে উন্নতিকরন, নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবি নিয়ে এ কর্মসূচী পালন করা হচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার রাজৈর উপজেলাসহ ৪টি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীদের উপস্থিতিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছয় দফা দাবীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিজয়কান্তি বাড়ৈ।
‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্যকর্মীরা। এ সময় অতি দ্রুত তাদের দাবিগুলো সরকার না মানলে পরবর্তীতে কঠোর আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা।