মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরে এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজে পুনমিলণী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথমে আগত অতিথি ও ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার কলেজ প্রাঙ্গনে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাদারীপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচলক বিশ^জিৎ বৈদ্য নাদিমের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম বিশ্বাস, বিদায়ী সাবেক অধ্যক্ষ দিলীপ চন্দ্র বৈদ্য, সরকারি সুফিয়া মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক রীনা রানী বৈদ্য, বাংলা একাডেমির পরিচালক ড. তপন বাকচী,
মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল, সনামধন্য গায়ক নকুল কুমার বিশ্বাস , কবি নজরুল করেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার, চেয়ারম্যান শাহ মোঃ রায়হান কবীর প্রমুখ। শেষে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সনামধন্য গায়ক নকুল কুমার বিশ্বাসের তত্ত্বাধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি এ্যাড যতীন সরকারের পরিচালনায় সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে ।