মাদারীপুর প্রতিনিধি::,
গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদী দলকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে দিয়ে বন্দি হয়ে গেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান । রোববার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্প নগরীর প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দিবে। একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে।এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।
তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা বলেন, দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও কাজ হচ্ছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। এজন্য দেশপ্রেমিক উদ্যোক্তারা কাজ করছে না। এই দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবেন বলেও জানান তিনি।
পরে তিনি জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কি অবস্থায় আছে দেখতে রাজৈর উপজেলার খালিয়া এলাকায় আসেন এবং প্রায় ২শত বছরে পুর্বে নির্মিত রাজারাম মন্দিরসহ আরো দুটি নিদর্শন পরিদর্শন দেখেন এবং সৌন্দর্য বৃদ্ধি ও সংরক্ষনের প্রয়োজর্নীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা না দেন। বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে বর্তমানে নিদর্শন (ভবন) দুটিতে ভুমি অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদ, এলজিআরডি সচিব মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাতেমা আজরিন তন্বী, ইউএনও মোঃ মাহফুজুল হক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।