1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
আমার ছোট বেলা ও মুক্তিযুদ্ধ-নিত্যানন্দ হালদার, প্রভাষক ও সাংবাদিক - Madaripur Protidin
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি কালকিনিতে ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ কালকিনিতে কলেজছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের মাদারীপুরে বহু চুরির নায়ক অবশেষে র‌্যাবের হাতে ধরা মাদারীপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার মাদারীপুরে মুরগী ফার্মে ভয়াবহ অগ্নিকান্ড, ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, নাশকতার দাবী ক্ষতিগ্রস্থদের

আমার ছোট বেলা ও মুক্তিযুদ্ধ-নিত্যানন্দ হালদার, প্রভাষক ও সাংবাদিক

  • প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৯.৩৭ এএম
  • ৬২৫ জন পঠিত

নিত্যানন্দ হালদার প্রভাষক ও সাংবাদিক্‌।।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সূর্য ঠাকুর পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে পড়েছে। ঘড়ির কাটায় যখন ৪টা বাজে, তখনই বাংলার মুক্তিপাগল জনগন নির্বাচনের ফলাফল জানার জন্য ব্যাকুল হয়ে উঠছে। ভোট গননা চলছে। হাজার হাজার মানুষ নৌকার বিজয় জানার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্রের আশে পাশে অবস্থান করছে। বাঙ্গালীর মনে সর্বদা আতঙ্ক বিরাজ করছে। কেননা পাকবাহিনীর সাজোয়া গাড়ি টহল দিচ্ছে। তারপরও মহাপাপ-দুর্বলতা,ভীরুতা,কাপুরুষতা,সংকীর্ণতা ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে বাঙ্গালী জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলার মসনদ দখল ও বাঙ্গালী জাতির অস্তিত্বের লড়াইয়ের ফলাফল জানতে না পারলে যে মনে শান্তি পাওয়া যাবে না, তাই ভোট কেন্দ্রের কাছে যেতেই হবে। আমি বাবার হাত ধরে আমাদের বাড়ির পশ্চিম পার্শ্বে অবস্থিত মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের ৬৫ নং নয়াকান্দি বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দিকে রওনা হই। পড়ন্ত বিকালে ভোট কেন্দ্রের চতুর্দিকে আস্তে আস্তে জনতার ঢল নামতে শুরু করে। জনগণ নৌকার ফলাফল জানার জন্য নয়াকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র সংলগ্ন ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নিয়ে চলন্ত যানবাহনের জনগনের কাছ থেকে আওয়ামীলীগের নৌকার ফলাফলের অপেক্ষায় অধীর আগ্রহে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত করে তুলে। যানবাহন আসার সাথে সাথে উৎসুক জনতা মহাসড়ক ব্যারিকেড দিয়ে নৌকার ফলাফল জানতে চায়। বিভিন্ন দিক থেকে নৌকার এক চেটিয়া বিজয়ের সংবাদ আসায় জনগন বিজয় উল্লাসে ফেটে পড়ে। মুহুর মুহুর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে। বিজয়ের আনন্দে বীর বাঙ্গালী যেন তাদের ভয় ভীতিকে জয় করে ফেলেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জনতার ভীড় ক্রমেই বাড়ছে। মনে হয়েছে বিজয়ের আনন্দে নারী-পুরুষ যেন বিজয়ের মহাসড়কে উঠে পড়েছে। সন্ধ্যা খুব সম্ভব সাড়ে ৭টা। আওয়ামী লীগ নেতা ফনি ভূষণ মজমুদার (ফনি দা) এর গাড়িটি যখন নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের কাছে অবস্থিত মুক্তি পাগল জনতার কাছে এসে দাড়ালো, তখন জনতা নৌকার বিজয়ের কথা জানতে চাইলে ফনিভূষণ মজমুদার সারা বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) এক চেটিয়া বিজয়ের সংবাদ পৌছে দেওয়ায় জনতার বিজয় উল্লাস আরো বেড়ে যায়। নৌকার বিজয়ের কথা আরো জানার জন্য সড়ক পথে যানবাহন যত আসছে, সব যানবাহন ঘিরে আওয়ামী লীগ তথা নৌকার বিজয়ের কথা আরো জানতে হবে। বীর জনতা এখন আর নৌকা বা আওয়ামী লীগের খবর কি তা আর বলছে না? শুধু বলছে খবর কি? যান বাহন সেটা আসছে তাকে ঘিরেই ফলাফল জানতে ছুটে আসছে জনগন। এমনি সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত ৮টার দিকে একটি পাক বাহিনীর সাজোয়া গাড়ি আসার সাথে সাথে উৎসুক জনতা গাড়িটি ঘিরে জানতে চায় নৌকার ফলাফলের কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও নৌকার শ্লোগানে পাকবাহিনী তেলে-বেগুনে জ্বলে ওঠে। এ সময় পাকবাহিনী উর্দু ভাষায় অশালীন ভাষায় গালাগাল করে। কোন গালাগালই বাঙ্গালীর বিজয়ের আনন্দকে দমিয়ে রাখতে পারছে না। জনগন এ সময় আরো বেশি বেশি শ্লোগান দিয়ে পাকবাহিনীর গাড়িটি ঘিরে ফেলে। পাকবাহিনীর সদস্যরা বাঙ্গালীর এ বিজয় উল্লাস মেনে নিতে না পেরে আনন্দমুখর জনগনের উপর ঝাঁপিয়ে পড়ে। হাজারও জনগন প্রাণের ভয়ে এলোপাথারি ছুটা ছুটি করে পালিয়ে যেতে থাকে। আমিও বাবার সাথে খয়ের কাটার মধ্যে দিয়ে ভোট কেন্দ্র সংলগ্ন একটি বাগানের মধ্যে আশ্রয় নেই। ওই দিন ওই বাগানের মধ্যে অসংখ্য লোক প্রাণের ভয়ে আশ্রয় নিয়েছিল। পাকবাহিনীর কাছে হয়তো সেইদিন গুলি চালানোর নির্দেশনা ছিলনা।থাকলে সেদিনের রাতে বিপুল সংখ্যক মুক্তিপাগল নিরস্ত্র বাঙ্গালী মারা যাবার সম্ভাবনা ছিল। পাকবাহিনী নিরস্ত্র জনতাকে ধাওয়া করে নয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রবেশ করে বিনা কারণে ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং,পুলিং ও অন্যান্য কর্মচারীদেরকে ভীষণ মারধর করে। পাকবাহিনীর অমানুষিক নির্যাতন সেদিন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদেরকে কেন ভোগ করতে হয়েছিলো? তার কারণ হিসেবে জানা গেছে, আওয়ামী লীগ ও নৌকা কেন বিপুল সংখ্যাগরিষ্ঠ লাভ করবে? শেখ মুজিবের ডাকে বাঙ্গালীরা কেন নৌকায় ভোট দিবে? এ দেশে কেন বাঙ্গালীরা মাথা তুলে দাড়াবে? বিভিন্ন কারণে বাঙ্গালী প্রিজাইডিং, পুলিং ও অন্যান্য অফিসারদেরকে নির্যাতন করা হয়েছিল। সেই রাতে পাকবাহিনীর বুটের আঘাতে নয়াকান্দি গ্রামের আমার সহপাঠী অল্প বয়সী রবীন্দ্রনাথ হালদার নামের এক যুবক সড়কের উপর থেকে গড়াতে গড়াতে প্রায় ৩০ ফুট গভীর খাদে একটি জলাশয়ে পড়ে যায়। পাকবাহিনী স্থান ত্যাগ করার পর গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই রাতের ঘটনায় জনগনের কয়েক ‘শ’,জোড়া পাদুকা এলোমেলো ভাবে পড়তে থাকতে দেখা গেছে। পাকবাহিনীর সেই দিনের ধাওয়া খেয়েও বাঙ্গালী জাতি কোন ব্যথা অনুভব করেনি। কারণ বাঙ্গালী জাতির কাঙ্খিত বিজয় অর্জিত হয়েছিল। ৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ এক চেটিয়া বিজয় অর্জণ করে। পরাধীনতার শৃংখল থেকে প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করে বাংলার মসনদে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে উপবিষ্ট কানোর জন্য অধীর আগ্রহে সেই মাহেন্দ্র ক্ষণের প্রহর গুণতে থাকে বাঙ্গালী। শুরু হয় ইয়াহিয়ার ক্ষমতা হস্তান্তরের টালবাহানা। বাঙ্গালী জাতি অসহযোগ আন্দোলনে ফেটে পড়ে।
১৯৭১ সালের ২৪ এপ্রিল। বেলা আনুমানিক ১টা, পাক-হানাদার বাহিনী ফরিদপুর-বরিশাল মহাসড়ক পথে টেকেরহাটের ফেরি পার হয়ে ট্রাক,জিপ,গাড়ি ও ও পিকআপে চড়ে মাদারীপুরে প্রবেশ করে। এ সময় পাকবাহিনীর শ’ শ সদস্য পায়ে হেটেও পিপড়ার সারির মত আস্তে আস্তে এগিয়ে আসে মাদারীপুরের আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটিতে অবস্থান নেয়ার জন্য।সড়ক পথে পাকবাহিনীর আগমনের সময় মহাসড়কের দু’পাশের ভীত সন্ত্রস্ত নারী-পুরুষ প্রাণ ভয়ে সেদিন গ্রাম ছেড়ে পালিয়েছিল। আবার অনেক উৎসুক জনতা বাড়িতে দাড়িয়ে দাড়িয়ে দেখেছিলেন পাকবাহিনীর আগমনী দৃশ্য। সেদিন আমিও এ দৃশ্য দেখে ব্যতীত হয়েছিলাম।মনে প্রশ্ন জেগেছিলো নির্বাচনে এক চেটিয়া বিজয় অর্জণে বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানতো বাংলার মসনদে বসবে, বাঙ্গালী জাতীর সূর্য তরুণ সন্তানরা সেনাবাহিনীতে যোগ দিয়ে তারাই শত্রুদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবে। কিন্তু এখনো পাকিস্তানী বর্বর বাহিনী কেন প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে তাদের ঘাঁটি স্থাপন করছে? এ প্রশ্নের উত্তর পেতে আমার দেরী হলো না। যদিও ছোট ছিলাম, তার পরেও ভাল-মন্দ বোজার শক্তি ছিল। পাকবাহিনীর সেদিনের আগমনী দৃশ্য নিরবে নিভৃতে দর্শন করলেও এ বর্বর বাহিনীর হাতে বাঙ্গালীর মৃত্যুর কথা বার বার মনকে দংশন করতে থাকে। পাকবাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত হত্যাযজ্ঞ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লুটেরা বাহিনী নিরীহ জনগনের উপর যে নির্যাতন চালাবে তাও ভাবতে হচ্ছে মহাকষ্টে। এ দিকে পাকবাহিনীর মাদারীপুরে আগমনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী একটি স্বার্থানেষী মহল সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে লুট তরাজ শুরু করে। লুটেরা বাহিনী আমাদের বাড়ী আসছে লুট করতে এ সংবাদ শুনে আমি ও আমার বড় ভাই গৌরাঙ্গ হালদার রাতের অন্ধকারে প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করি। আমাদের বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল সরদারের বাড়ির দিকে রওনা হই। বর্তমান সাধুর ব্রীজ (সি,এ্যান্ড বি) সড়ক পার হয়ে আতঙ্কিত মনে দ্রুত যাবার সময় অন্ততপক্ষে ১৫/২০ বার উপুড় হয়ে পড়ে যাই। এ সময় শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত হয়ে যায়। শ্রদ্ধেয় ইসমাইল সরদারের বাড়ী আমরা দুই ভাই নির্ঘুম অবস্থায় রাত্রি যাপন করলাম। এমনিভাবে প্রতি নিয়ত আতঙ্কের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে। আমাদের প্রধান সমস্যা ছিল নিরাপদ স্থানে পৌছতে বাড়ীর দক্ষিণ দিকের মহাসড়ক পার হয়ে যেতে হতো। আর সড়ক পার হবার সময়ই সাধুর ব্রীজ সংলগ্ন সড়কের আশে পাশে সার্বক্ষণিকভাবে রাজাকার,আলবদর ও স্বাধীনতা বিরোধী চক্র অবস্থান করত। বাড়ি বসে দেখতাম রাজাকারদের তান্ডব লীলা।
৭১ সালের বর্ষাকাল। আমাদের প্রতিবেশী নরেন মন্ডলের বাড়ী বেলা ১১ টার দিকে নৌকাযোগে রাজাকার বাহিনী লুট তরাজ শুরু করছে। সংবাদ পেয়ে আমাদের বাড়ীর লোকজন নৌকায় উঠে নিরাপদ স্থানে সরে যাবার জন্য বাড়ীর পশ্চিম দিকে রওনা হই। নৌকা চালাচ্ছিলেন আমার কাকা কুটিশ্বর হালদার। ত্রাহি মধুসূদন সকলের মনে। আতঙ্কগ্রস্থ আমরা সবাই। হঠাৎ পিছন থেকে রাজাকারদের চিৎকার ,ওই শুয়ারের বাচ্চারা,ওই মালায়ুনের বাচ্চারা নৌকা থামা, নইলে গুলি করলাম। এই বলে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। আমাদের নৌকা তখন গ্রামের বিশিষ্ট চিকিৎসক সিদ্দিশ্বর মন্ডলের বাড়ীর নিকটে পৌছে গেছে। নৌকা ভেড়ার সাথে সাথে শঙ্কিত লোকজন তড়িঘড়ি করে ডাক্তার বাড়ী আশ্রয় নেয়। এ সময় আমি নৌকা থেকে লাফ দিয়ে জলে পড়ে যাই। প্রাণ ভয়ে একটি আমগাছের নিচে শুধু নাক জাগিয়ে দীর্ঘ সময়ে জলের মধ্যে অবস্থান করি। তখন শরীরে যে কম্প শুরু হয়েছিলো, তাতে দাঁতের সাথে দাঁতের বাড়ি লেগে ঠক ঠক শব্দ হয়েছিল। তখন জলও কাপতেছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে লাফ দিয়ে যে জলের মধ্যে পড়েছিলাম,রাজাকাররা তা দেখেছিল। রাজাকারদের সেদিনের উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুট তরাজ করা। মানুষ মারার উদ্দেশ্য থাকলে হয়তো সেদিন আমাকেও প্রাণ দিতে হত রাজাকারদের হাতে। আমি জল থেকে উঠে দেখি রাজাকাররা আমাদের সহায় সম্বল,ডাঃ সিদ্দিশ্বর মন্ডল ও নারায়ণ চন্দ্র বৈরাগীর বাড়ীর সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এ সময়ে পবিত্র মন্ডল নামের এক পঙ্গু প্রতিবন্ধি ব্যক্তিকে মার ধোর করে লাথি মেরে নৌকা থেকে জলের মধ্যে ফেলে দেয়। সেদিনের রাজাকারদের তান্ডব লীলা দেখে এবং অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের গ্রামের অধিকাংশ সংখ্যালঘুরা নিরাপদ স্থানে সরে যেতে লাগল। গ্রাম শ্মশান পুরীতে পরিনত হলো। আমাদের গ্রামে সন্ধ্যার পর আর কারো কোন সাড়া শব্দ ছিল না। শুধু কুকুরের উচ্চ স্বরে কান্নার শব্দ শোনা যেত। আমাদের গ্রামের মধ্যে একমাত্র আমরা কয়জন ছাড়া আর কেউ থাকত না। মাঝে মধ্যে আমার কাকা বিরেন হালদার, ছোট কাকা নরেশ হালদার ও কাকাতো ভাই ভোলানাথ হালদার, ছোট ভাই চৈতন্য চন্দ্র হালদারসহ আমরা বাড়ীতে বিনিদ্র রাত্রী যাপন করতাম।
বর্ষাকাল। মামা বাড়ী চৌরাশী গ্রামে একদিন সকালে মুক্তিযোদ্ধাদের কথা শুনছি। এমন সময় একমাল্লাই নৌকা যোগে মামা বাড়ীর পাশ দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা দক্ষিণ দিক যাচ্ছিল। বাড়ীতে অনেক মানুষের ভীড় দেখে অস্ত্র হাতে নৌকার মধ্যে থেকে বেরিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন,কি হচ্ছে এখানে? মামা বাড়ীর লোকজন জনালেন, আমরা মুক্তিযোদ্ধাদের কথা নিয়ে আলোচনা করছি। সেই দিনের সেই মুক্তিযোদ্ধা ছিলেন মোঃ সামসুদ্দিন মিয়া। আমাদের নয়াকান্দি গ্রামের পূর্ব পার্শ্বে মোঃ সামসুদ্দিন মিয়ার বাড়ী। তিনি বাংলাদেশ স্বাধীন হবার পর বাজিতপুর রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন।
ভাদ্র মাস। জল বাড়ীর আঙ্গিনা ছুঁই ছুঁই অবস্থা। আমাদের বাড়ীর দক্ষিণ পার্শ্বে বরই (কুল) গাছ তলা বাবা পরিস্কার করছেন। বাবা আমাকে তামাক সাজিয়ে আনার জন্য বললেন। আমি হুক্কা নিয়ে কেবল বাবার নিকট যেতে পারি। এমন সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কে মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী লোকাল পরিবহনে রাজাকাররা টেকেরহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সাধুর ব্রীজ নামক বাসস্ট্যান্ডে থামার সাথে সাথে গাড়ি থেকে আমাদের লক্ষ্য করে অন্ততপক্ষে ১০/১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। হাত থেকে হুক্কাটি পড়ে যায় মাটিতে। আমিও পড়ে যাই কর্দমাক্ত মাটিতে। ভগবান আমাদেরকে রক্ষা করলেন। জানিনা রাজাকারদের সেই দিনের মতি মতলব কি ছিল? হয়তবা তাদের উদ্দেশ্য একটাই ছিল যে,এ গ্রামের হিন্দুরা সবাই চলে গেছে ভারতে, এরা কেন থাকবে এ গ্রামে? এটা তো রাজাকারদের দেশ, এটাতো তাদের ধর্মপিতা পাক বাহিনীর দেশ। এ চিন্তা ভাবনা নিয়েই হয়তবা তাদের এ গুলিবর্ষণ বর্ষণের কারন ছিল।
অন্য একদিনের ঘটনা। ভোররাতে মুক্তিবাহিনীর কয়েকখানা নৌকা সাধুর ব্রীজ পার হয়ে সাধুর খাল দিয়ে উত্তর দিকে গিয়েছে। এ সংবাদ পেয়ে রাজাকাররা গৌরাঙ্গ সরদারের বাড়ির প্রায় ১৫/২০টি আমগাছ কেটে খালের মধ্যে ফেলে নৌযোগাযোগ বন্ধ করে দেয়। যাতে মুক্তিযোদ্ধারা নৌকা নিয়ে না যেতে পারে। খালে আমগাছ ফেলে আমাদের গ্রামের গোপাল বৈরাগীর ভাঙ্গায় দাড়িয়ে রাজাকার ও মুজাহীদ বাহিনী প্রায় হাজার রাউন্ড গুলি বর্ষণ করে। আমরা প্রাণ ভয়ে নৌকাযোগে আমাদেও বাড়ীর উত্তর দিকে গঙ্গাবর্দী গ্রামের পার্শ্বে কুমার নদীর নিকটবর্তী ছোন ক্ষেতের মধ্যে আত্মগোপন করে থাকি। ঐদিন ছোন ক্ষেতে প্রায় অর্ধশতাধিক আমাদের গ্রাম ও মাচ্চর গ্রামের নৌকা আত্মগোপন করেছিল।রাজাকার ও মুজাহিদ বাহিনী চলে যাবার পর আবার আমরা যার যার বাড়ী চলে আসি। এ সময় লুটেরা বাহিনীর ছিল অবাধ বিচরণ। আমাদের গ্রামের নারিকেল গাছের ছোট ছোট নারিকেল থেকে শুরু করে সর্বস্ব লুট করে নিয়ে যেত এবং খেয়ে ফেলত। রাজাকার ও লুটেরা বাহিনীর স্বর্গরাজ্য ছিল হিন্দু অধ্যুষিত আমাদের গ্রাম নয়াকান্দি ও পার্শ্ববর্তী সুতারকান্দি গ্রাম।
ভাদ্র মাসের শেষের দিকে নৌকাযোগে আমাদের বাড়ীর বাঁশ ঝাড় থেকে বাঁশের আগা কেটে নিয়ে যাচ্ছে। বাবা বাঁধা দিলে লেবু তলীর জনৈক এক ব্যক্তি বাবাকে অশালীন ভাষায় জাত তুলে গালি গালাজ শুরু করে। এ ছাড়াও দেখে নেওয়ার হুমকি দেয়। আমরা তার অশালীন গালি গালাজ ও হুমকি ধামকি নিরবে সহ্য করেছি। তার নাম ও বংশীয় পরিচয় দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও দেয়া সম্ভব হলো না। কারণ তার মুত্যৃ হয়েছে স্বাধীনতা উত্তর দিনে অকাল মৃত্যু।
রাতে চতুর্দিকে গুলির শব্দ। রাতের বেলায় আমরা ক’জন ছাড়া এ গ্রামে আর কোন লোক না থাকায় ভুতুড়ে অন্ধকারের মধ্যে রাত্রিযাপন করতাম।রাতে ঘরে আলো জালতাম না। রাজাকাররা জানত আমাদের বাড়ীর লোকজন সবাই ভারতে চলে গেছে। জন্মভূমির মায়া আমরা ছাড়তে পারিনি। আমাদের বাড়ি একাধিকবার লুট তরাজ হয়েছে। নিয়মিত রাজাকাররদের অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা পাবার জন্য ঝোপ জঙ্গলে পালিয়ে বেড়াতে হয়েছে আমাদেরকে। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। এ কথা বিশ্বাস করেই বাড়ীতে থেকেছি।
১৯৭১ সালের নভেম্বর মাস। কয়েকজন রাজাকার কিছু সংখ্যক লোক দিয়ে আমাদের বাড়ীর দক্ষিণ পার্শ্বস্থ নারায়ণ চন্দ্র বৈরাগীর জমির ধান কেটে নিচ্ছে। বাবা বাঁধা দিলেন ধান কাটায়। রাজাকাররা ক্ষিপ্ত হয়ে বাবাকে জাত তুলে গালি গালাজ শুরু করল সিএন্ডবি সড়ক থেকে। রাজাকাররা বাবাকে চিৎকার করে বলতে শুরু করল, তোরা এদিকে আয়। ধান কাটায় বাঁধা দেওয়ার সাধ মিটিয়ে দেই। অস্ত্রধারী দুই রাজাকার উত্তর দিকে কাচা রাস্তা দিয়ে অগ্রসর হতে দেখে আমি আমাদের পুকুরের উত্তর পার্শ্বে বাঁশ ঝাড়ের নিচে দাড়িয়ে দেখছি রাজাকারদ্বয় কোন দিকে যাচ্ছে? তারা অন্য কোন দিকে নয়, আমাদের বাড়ীর দিকে আসছে রাইফেল তাক করে। আমি এ দৃশ্য দেখে এক বিন্দুও দেরী না করে বিদ্যুৎ গতিতে বাড়ীর দিকে ছুটে আসছি। বাড়ীর উত্তর পার্শ্বে সংবাদ শোনার জন্য অধীর আগ্রহে দাড়িয়ে ছিলেন বাবা,ছোট কাকা,দাদা ও কাকাতো ভাই। কি সংবাদ শুনতে চাইলে সবাইকে বাড়ী থেকে সরে যাবার জন্য বলি। মুহুর্তের মধ্যে আমরা সবাই বাড়ী ছেড়ে পার্শ্বস্থ জঙ্গলে আশ্রয় নেই। রাজাকাররা বাড়ী এসে আমাদেরকে না পেয়ে অশালীন ভাষায় গালি গালাজ শুরু করে। জঙ্গল থেকে আমরা সব শুনতে পাই। বাড়ীতে আমাদের না পেয়ে হাতের মাথায় যা পেয়েছে তাই নিয়ে চলে গেলো।
অন্য একদিনের ঘটনা। আমরা একটি গরু পালতাম। গরুটি রাজাকাররা জোর করে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি স্থানীয় কিছু সংখ্যক গন্যমান্য মুসলমানদেরকে বাবা অবহিত করলে রাজাকারা ব্যাপারটি জেনে আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা অব্যাহত রাখে। আমরা বাড়ীতে অবস্থান করছি। রাজাকাররা সুযোগ বুঝে একদিন আকস্মিক আমাদেও বাড়ী আক্রমণ করে বসে। তাদের উপস্থিতি টের পেয়ে ছোট ভাই চৈতন্য চন্দ্র হালদারকে (বর্তমান ঢাকা জজ কোর্টের এ্যাডভোকেট ও ডেইলি স্টারের কোর্ট রিপোটার) নিয়ে বেত ঝাড়ে আশ্রয় নেই। আমরা দুই ভাই বাড়ী থেকে সরে গেলেও বাবা সরতে পারেননি। বাবাকে একাকি পেয়ে রাজাকাররা লাঠির মধ্যে রাখা ছোরা বের করে হত্যার চেষ্টা চালায়। বাবা দুই হাত দিয়ে ছোরা ধরে ফেলে। শুরু হয় ধস্তাধ্বস্তি, এ সময় অন্য রাজাকার বাবাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে বাবা মাটিতে পড়ে প্রাণে রক্ষা পেলেন। বাবার কাকতি মিনতি জঙ্গল থেকে ছোট ভাই চৈতন্য ও আমি শুনতে পাই। আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেই। আমরা বের হয়ে আসার পূর্ব মুহুর্তে রাজাকাররা অদৃশ্য কারণে বাড়ী থেকে চলে যায়। আমরা দুই ভাই বাবার সামনে যাবার সাথে সাথে বাবা আমাদেরকে জড়িয়ে ধরে অঝোরে কান্না শুরু করলেন। বাবার কান্না দেখে আমরাও চোখের জল রোধ করতে পারিনি। জঙ্গলে পালানোর সময় আমাদের শরীরে অসংখ্য বেতের কাটা ঢুকেছিল। বেতের কাটার যন্ত্রণা ও বাবার উপর রাজাকারদের অমানুষিক নির্যাতনের যন্ত্রনা দু’টিই আমাদেরকে দারুন ভাবে দংশন করেছিলো।
অন্য একদিনের ঘটনা মুক্তিযোদ্ধাদের সাথে রাজৈর থানার পাকবাহিনী ও রাজাকারদের সারারাত গোলাগুলি চলে। ভোর বেলাও গুলির শব্দ শোনা গেল। শব্দ শুনে ভোর বেলা বাবা ও আমি আমাদের বাড়ির উত্তর পার্শ্বে বৈরাগী বাড়ি ও মন্ডল বাড়ির মধ্যে খানে বসে গোলাগুলির শব্দ শুনছি। হঠাৎ কয়েকজন রাজাকার এসে বাবাকে দেখিয়ে বলে এইতো সেই মশাই সুরেন হালদার, যে মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন সংবাদাদি প্রেরণ করে থাকে। রাজাকারদের কথা ঠিক ছিল। আমরা স্বাধীনতা বিরোধী চক্রের সংবাদ নিয়মিত মুক্তিযোদ্ধাদের নিকট প্রেরণ করার চেষ্টা করতাম।রাজাকারদের দেখে সেদিন আমাদের ওষ্ঠগত প্রাণ হয়েছিল। রাজাকাররা বাবাকে সামনে হাটার জন্য বলে। আমরা তাতে রাজি হয়নি। কেননা তাদের গুলির কোন দাম নেই। যে কোন মুহুর্তে গুলি করে আমাদেরকে মেরে ফেলতে পারে। এ আশংখায় তাদের পিছন পিছন হেটে বাড়ি আসলাম। বাড়িতে পা দিতেই বড় ভাই গৌরাঙ্গ হালদার ও কাকাতো ভাই ভোলানাথ হালদার রাজাকারদের ভয়ে বাড়ি থেকে নিকটস্থ জঙ্গলে গা ঢাকা দেয়। রাজাকারদের বাড়ির আঙ্গিনায় চেয়ারে বসতে দেয়া হলো। তারা বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। এক পর্যায়ে তারা সারারাত মুক্তিবাহিনীর সাথে সারা রাত যুদ্ধ করে খুব ক্লান্ত হয়ে পড়েছে। তারা আমাদের কাছে ডাব খেতে চাইলে তাদেরকে ডাব পেরে খেতে দেয়া হলো। দুই রাজাকার থ্রী নট থ্রী রাইফেল কাধে বাধিয়ে এক সাথে ডাব খাওয়া শুরু করে। আমরা তখন রাজাকারদের সামনে চারজন উপস্থিত ছিলেম। সেদিন ভেবেছিলাম দুই নরপিশাচকে পৃথিবী থেকে সরিয়ে দেই। কিন্তু পরিনাম কি হবে? সামনেই অন্যান্য রাজাকাররা সাধুর ব্রীজ ও সমাদ্দার ব্রীজে অবস্থান করছে। বাবার হাতের দাখানা সেদিন বার বার একটি ইতিহাস গড়ার জন্য এগিয়ে আসে। অনেক চিন্তা ভাবনা করে ঐ কাজ থেকে বাবা বিরত রইলেন। ডাব খেয়ে বাড়ীর দক্ষিণ পাশে নেমেই অযথা দুই রাজাকার শতাধিক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার ব্রীজের দক্ষিণ পার্শ্বে অবস্থানকারী মুক্তিযোদ্ধাদের একটি দল রাজাকারদের ধরার জন্য ওৎ পেতে ছিল। গুলির শব্দ শুনে মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় রাজাকার দুইজন রাস্তার উপর থেকে পজিশন নিতে গিয়ে পিছলিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
স্বাধীনতা বিরোধীচক্র আমাদের গ্রামটি পুড়ে তামা করে দিল। আমাদের বাড়ী না পোড়ালেও ক্ষতি করেছে মারাত্মক ভাবে। জীর্ণ শীর্ণ বাড়িতে অতি কষ্টে কোন রকমে দিনাতিপাত করতে থাকি। নভেম্বর মাসে আমাদের লাউশ্বরের বাড়িতে কয়েকদিন অবস্থান করি। লাউশ্বরে ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের মোল্লার ক্যাম্প। যজ্ঞেশ্বর মন্ডলের বাড়িতে কয়েকজন সশস্ত্র মুক্তিযোদ্ধা সার্বক্ষণিক পাহারা নিযুক্ত থাকতেন। লাউশ্বর ক্যাম্প থেকে রাজৈর থানার বিভিন্ন স্থানে পাকবাহিনী ও তাদের দোসর রাজকার, আলবদর ও আল শামসদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এ ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের সর্বদা ব্যতিব্যস্ত থাকতে দেখেছি এবং তাদের মনে অসীম সাহস ও মুখে হাসি পরিলক্ষিত হয়েছে? লাউশ্বর ক্যাম্পের বীর মুক্তিযোদ্ধাদের সদস্যরা বাজিতপুর ইউনিয়নের কয়েকজন কুখ্যাত রাজাকারকে পাকড়াও করে ক্যাম্পে নিয়ে যায়। দেখলাম এবং চিনলাম। রাজপুরুষের মত চেহারা। দেখে মনে প্রশ্ন জেগেছিল এ ব্যক্তিটি রাজাকারে যোগ দিয়ে কেন একটি ঘৃণ্য খেতাবে ভূষিত হলো? মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি ঐ কুখ্যাত রাজাকারদের নিয়ে পুকুরের মাছ ধরতে এবং হাস্য রহস্য করতে। কিছুদিন পর পরই বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধী চক্রকে ধরে নিয়ে আসত এ ক্যাম্পে। তখন মনে আনন্দের আর সীমা থাকত না। মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ কাদের মোল্লার ক্যাম্পে মাঝে মধ্যে আসতেন খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খান ও অন্যান্য মুক্তিযোদ্ধারা। তাদের অনেককেই হাফ প্যান্ট পড়া দেখেছি। যারা এ ক্যাম্পে নিয়মিত আসা যাওয়া করতেন, তাদের মধ্যে একজনের স্মৃতি হৃদয়পটে এখনো ভেসে উঠে। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বেপারী। তার সেই সময়ের গোফ দেখে ভয় পেতাম। শরৎ বেপারীর সেই মুক্তিযুদ্ধকালীন গোফ ও চেহারা বর্তমানে তেমন আর নেই। নেই পরিবারের স্বচ্ছলতা। বহন করছে তিনি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতি।
অন্য একদিনের ঘটনা। যা হৃদয়কে বার বার নাড়া দেয়। ছোট ভাই বেদানন্দ ও বড় বোনকে নিয়ে মা চৌরাশী মামা বাড়ী নিরাপদ স্থানে থাকতেন। কার্ত্তিক মাসের শেষের দিক। বাবা খুব ভোরে চেšরাশী গ্রামের মামা বাড়ী গেলেন। দুপুরের দিক বাড়ী ফিরছেন। ইতোমধ্যে মুক্তিযোদ্ধারা বাজিতপুর বাজারে রাজাকারদের আগমন টের পেয়ে দ্রুত গতিতে বাজারের চতুর্দিক মুক্তিযোদ্ধারা ঘিরে ফেলে এবং ফাকা গোলা বর্ষণ করে। এদিকে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের আসার পূর্বেই বাজিতপুর বাজার ত্যাগ করে সাধুর ব্রীজ অবস্থান করে। মুক্তিযোদ্ধাদের গুলির শব্দ শুনে সাধুর ব্রীজের রাজাকাররা মাদারীপুর পাকবাহিনীর ক্যাম্পে সংবাদ প্রেরণ করে। সংবাদ পেয়ে পাকবাহিনীর সাজোয়া কয়েক খানা গাড়ি সাধুর ব্রীজ অবস্থান করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। মেঘলা আকাশ। টিপ টিপ বৃষ্টি পড়ছে। বেলা তখন আনুমানিক ২টা। সাধুর ব্রীজের পাশেই আমাদের বাড়ি। পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর , আলসামসের এলোপাথারি গুলিবর্ষণে টিকতে না পেরে ঠাকুর মা ও আমি বাড়ীর নিকটস্থ একটি বড় শেওড়া গাছের নিচে আশ্রয় নেই। অবিরাম গুলিবর্ষণ চলছে, ঠাকুর মা বললেন এখানে থাকা উচিৎ হবে না, চল আমরা গঙ্গাবর্দী তোর ছোট পিসির বাড়ী যাই। আমি রাজি হলাম। আমরা দুই জনে রওনা দিলাম। ঠাকুর মা ও আমি আমাদের বাড়ীর উত্তর পাশের্^র ধান ক্ষেতের মধ্যে দিয়ে টিপ টিপ করে হাটছি। কিছু দূর যাবার পর আমার আর যেতে ইচ্ছে হলো না। ঠাকুরমাকে বললাম, তুমি যাও, আমি বাড়ি যাই। শত গুলিবর্ষণের মধ্যেও আমি বাড়ি ফিরে আসলাম। খাবার কিছু নেই ঘরে। হাট বাজারে যাবার কোন প্রশ্নই মনে জাগেনি। কিছু চাল ছিল কলসে, রান্না করার চিন্তা করছি। আমিতো রান্নার র-ও জানতাম না। তবুও কষ্ট করে বড় একটি হাড়িতে অনেকখানি জল দিয়ে ভাত রান্না চড়ালাম। কিন্তু আগুন কোথায় পাব? একটি মাটির পাত্রে তুষ দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হতো। নিভু নিভু আগুন ফু দিয়ে জ্বালাতে আমার চোখ দু’টি জবা ফুলের মত লাল হয়ে গেল। অনেক কষ্টে আগুন জ্বেলে রান্না শুরু করলাম। উনুনে জ্বালানি দিয়ে রান্না ঘরের পিছনে পালিয়ে থাকি। এ সময় প্রচন্ড গুলির শব্দ চলছে। রান্না শুরু করে অনেকবার রান্না ঘরের পিছনে পালাতে হয়েছে। ভাতের মাড় (ফেন) নিষ্কাশনের চেষ্টা করি। অকস্মাৎ গরম মাড় (ফেন) হাতের উপর পড়ে যাওয়ায় ভাতের হাড়িটি ছেড়ে দেই। মাটির তৈরি হাড়িটি মাটিতে পড়ে ভেঙ্গে চৌচির হয়ে যায়। ভাত মাটির সাথে মিশে গেল। গরম মাড় হাতে পড়ায় দু’হাতে প্রচন্ড যন্ত্রণা শুরু হওয়া সত্ত্বেও মাটি থেকে কিছু ভাত তুলে রাখলাম। বাদ বাকি মাড়যুক্ত ভাত আমাদের একটি পোষা কুকুরকে দেই। মরিচ পোড়া ভাত খেয়ে কোন রকমে থাকলাম। আমাদের গ্রামে আমি ছাড়া আর কোন প্রাণী সেদিন ছিল না। সাধুর ব্রীজের গোলাগুলি তখন থেমে গেছে। পাকাবাহিনী ও তাদের তাবেদার বাহিনী সাধুর ব্রীজ থেকে বাজিতপুর বাজার হয়ে চৌরাশী বাড়িয়াকান্দি অবস্থান করে গুলিবর্ষণ শুরু করে। বাবা চৌরাশী মামা বাড়ী থেকে রওনা হয়ে বাঘজীর খালপাড় দিয়ে বাড়ীর দিকে আসতেছিলেন। পথিমধ্যে পাকবাহিনী ও রাজাকার বাহিনীর গুলিবর্ষণ চলছে। বাবা একখানা গামছা মাথায় দিয়ে ভগবানকে স্মরণ করতে করতে কোদালিয়ার মধ্যে দিয়ে বাড়ী আসতেছিলেন। কোদালিয়া গ্রামে যাবার সাথে সাথে আবার পাক বাহিনীর ধাওয়া। মানুষ প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। বাবা ছিলেন ধুতি পড়া। বাবাকে দেখে কোদালিয়ার অনেক মুসলমান সেদিন বলেছিলেন মশাই আপনার পথ দেখেন। পাকবাহিনী ও রাজাকার আসছে। আপনার জন্য আমরা মরব নাকি? আপনি সরে পড়েন। বাবা কোন পথ খুঁজে পাচ্ছিলেন না। উপায়ন্তর না দেখে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মমিন উদ্দিন হাওলাদারের বাড়ী উপস্থিত হলেন। মমিনউদ্দিন হাওলাদার বাবাকে দেখে বললেন মেঝ দা মিলিটারী আসছে। আপনি একাকি কোথাও যাবেন না। কোদালিয়া গ্রাম পাকবাহিনী ও রাজাকাররা ঘিরে ফেলেছে। মেশিন গানের গুলি চলছে। মরতে হয় আমরা সবাই একসাথে মরব। এ ধরনের আশ্বাস বানী শুনে বাবা যেন নবজীবন ফিরে পেলেন। সন্ধ্যার পরে ভুতুরে অন্ধকারের মধ্যে দিয়ে বাবা বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠের নিকট এসে শুনতে পান হানিফ সরদারের ভগ্নিপতিকে পাকসেনারা গুলি করে হত্যা করেছে। নিঃশব্দে হানিফ সরদারের বাড়ির পাশ দিয়ে যখন বাবা হেটে আসার সময় হানিফ সরদারের বাড়ির লোকজনের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শুনেছিলেন।বাবা সড়ক পার হননি। তিনি প্রানভয়ে সাধুরব্রীজের নিচ দিয়ে বাড়ী এসে আমার নাম ধরে ডাকলেন। সাড়া দিলেম। জিজ্ঞেস করলেন, ভাত আছে কিনা? বললাম আছে। মরিচ পোড়া ভাত খেতে দিলাম। সারাদিন অভুক্ত থাকার পর ভাত খেয়ে স্বস্তি পেলেন বাবা। বর্ণনা করলেন সারাদিনের বেদনাদায়ক কাহিনী।
নভেম্বর মাসের শেষের দিকে মুক্তিযোদ্ধারা মহাসড়কের উপর অবস্থান করে বিজয় উল্লাস করছেন। মাছ ধরার বড়শী নিয়ে সাধুর ব্রীজের জলাশয়ে যাই। এ সময় সাধুর ব্রীজের আশে পাশে বেশ কয়েকজন সশস্ত্র মুক্তিযোদ্ধা অবস্থান করছিলেন। জনৈক মুক্তিযোদ্ধা রাইফেল হাতে আমার কাছে এসে আমার হাতের বড়শীটি নিয়ে তার হাতের রাইফেলটি আমার হাতে তুলে দিলেন। রাইফেল হাতে নিয়ে মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। যদি আমি আর একটু বড় হতাম, তাহলে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলসামসদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতাম। ছোট থাকার কারণে সব আশা আকাংখা মনেই রয়ে গেল। রাইফেলটি অনেকক্ষণ আমার কাছে ছিল। শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা মাছ ধরার চেষ্টা করলেন। মুক্তিযোদ্ধাদের এ ধরনের উল্লাসের খবর পেয়ে মাদারীপুর পাকবাহিনীর ক্যাম্প থেকে প্রস্তুতি নিয়ে মহাসড়ক পথে সমাদ্দার ব্রীজের নিকট গাড়ি রেখে লেবুতলীর কাছে নেমে নয়াকান্দি গ্রামে ঢুকে পড়ে। আমরা বাড়ী থেকে মহাসড়কে খাকি পোষাক পড়া দেখেই বুঝতে পেরেছি যে, পাকবাহিনী আসছে। পাকবাহিনী নয়াকান্দি গ্রামে প্রবেশ করেই অগ্নি সংযোগ শুরু করে। আমাদের দুপুরের রান্না সবেমাত্র শেষ হয়েছে। পাকবাহিনীর তান্ডব দেখে বুঝতে আর দেরী হলো না যে, আজ কি হতে যাচ্ছে ? আমরা বাড়ী থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছি। খাওয়া-দাওয়া না সেরেই ভাতের হাড়ি ও অন্যান্য নিজিসপত্র বাড়ির নিকটস্থ জঙ্গলে লতা পাতা দিয়ে ঢেকে রেখে নিরাপদ স্থানে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ি। জামা কাপড়ের একটি ব্যাগ নিয়ে একাকি বাড়ি থেকে উত্তর দিক দিয়ে বেড়িয়ে পড়ি। দৌড়াতে দৌড়াতে গঙ্গাবর্দী গ্রামের উত্তর পাশ দিয়ে কুমার নদী পার হই। বাড়ীতে সেদিন ছিলেন বাবা, ঠাকুর মা, দাদা, ছোট ভাই ও দুইজন কাকা। আমার বের হবার পর তারাও যার যার মতে বের হয়ে পড়েন। আমি যখন নদী পার হয়ে দৌড়াতে থাকি, তখন দুই পথচারী আমাকে জিজ্ঞেস করে, ওই ছেলে তুমি দৌড়াচ্ছো কেন? বললাম মিলিটারী আসছে। আমাদের গ্রাম পুড়ছে। আমার কথা শুনে তারাও খুব সম্ভব দৌড় শুরু করে। আমি আর পিছন দিক তাকাইনি।শুধু শুনলাম এই দাড়া না হয় গুলি করলাম। রাজাকাররা ওই দুই পথচরীকে ধরে ফেলে। আমি একটি নির্জণ জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি এবং শুয়ে পড়লাম। আমি ভিতরে ঢুকলেও আমার জামা কাপড়ের ব্যাগটি জঙ্গলের বাইরে পড়ে থাকায় জঙ্গল থেকে বের হয়ে জামা কাপড়ের ব্যাগ নিয়ে পুনরায় আবার সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করি। বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে অবস্থান করে বের হলাম। কুনিয়া ভবানী চৌকিদারের বাড়ির নিকট খালের এপার ওপার অনেক লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি বাবা ও ঠাকুর মা সেখানে দাড়িয়ে আছেন। বাবা আমাকে দেখে জিজ্ঞেস করলেন তোর দাদা ও ছোট ভাই কোথায়? বললাম জানি না। তখন সমাদ্দার, সাধুরব্রীজ ও কামালদী ব্রীজ এলাকায় প্রচুর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। আমরা ওখানে দাড়িয়ে দাড়িয়ে দেখলাম কুনিয়া ভবানী চৌকিদারের বাড়ির উত্তর পার্শ্বে ২০/২৫ জন বীর মুক্তিযোদ্ধারা রাস্তার পাশে অবস্থান নিয়ে প্রায় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় পাকবাহিনী কামালদী ব্রীজের নিকটস্থ ভারতের রাস্তার উপর অবস্থান করছিল। গোলাগুলির শব্দ শুনে পাকবাহিনী ভারতের রাস্তা থেকে একটি মর্টারের শেল নিক্ষেপ করে। আমরা তখন খালের পশ্চিম পার থেকে পূর্ব পারের মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ দেখছি। হঠাৎ একটি শো শব্দ শোনার সাথে সাথে বিকট শব্দ। শেলটি বিস্ফোরণ ঘটার সাথে সাথে মুক্তিযোদ্ধারা দ্রুতগতিতে স্থান ত্যাগ করেন। মর্টারের শেলটি মুক্তিযোদ্ধাদের কাছেই পড়েছিল। মাত্র ২শ গজ দূরে শেলটি বিস্ফোরিত হওয়ায় কারও কোন ক্ষতি হয়নি। মুক্তিযোদ্ধারা সরে যাওয়ায় এলাকা জনমানব শূন্য হয়ে পড়ে। সন্ধ্যা ঘনিয়ে এল। বর্ষণ মুখর সন্ধ্যায় প্রচন্ড শীতের ছোয়া নেমে আসে। দাদা ও ছোট ভাইয়ের সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নিলেম। সন্ধ্যা ৭টার দিকে মাচ্চর গ্রামের মোকছেদ খার বাড়িতে ভ্রাতৃদ্বয়ের সন্ধান মিলল। দেখি দাদা ও ছোট ভাই খালি গায়ে শীতে ও ভয়ে কাপছে। তাদের শীত নিবারনের জন্য সেই দিন বাড়ীর কেহই বিন্দু মাত্র সহানুভূতি দেখায়নি। ওই দিন পাকবাহিনীরা বাজিতপুর গ্রামের এক ব্রাহ্মনকে ভারতের রাস্তা নামক স্থানে ইটের উপর মাথা রেখে ইট দিয়ে গুতোয়ে গুতোয়ে হত্যা করে। তার অপরাধ ছিল সে ধূতি পাঞ্জামী পড়া একজন সংখ্যালগু। তাকে মারার পিছনে স্থানীয় রাজাকারদের ভূমিকা ছিল যথেষ্ট। চতুর্দিকে গুলির শব্দ। অন্ধকারের মধ্যে বাড়ী আসলাম। এসে দেখি গ্রাম পুড়ে তামা করে দিয়েছে। কিন্তু আমাদের বাড়ীখানা ভাগ্যক্রমে রয়ে গেছে। বাড়ীতে গিয়ে জঙ্গল থেকে ভাতের হাড়ি এনে আলো ছাড়াই খাওয়া দাওয়া শেষ করে বিনিদ্র রাত্রী যাপন করলাম।
নভেম্বর মাসের শেষের দিকে সারা দেশে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছে। মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে শত্রুদের মারছে এবং পাকড়াও করছে। খবর শুনতাম আমাদের গ্রামের নির্জণ পুরিতে জীবনের ঝুঁকি নিয়ে থাকলেও মুক্তিযোদ্ধাদের জয়ের আনন্দে আমাদের আনন্দের সীমা থাকত না। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল বাহিনীর খবরাখবর অত্যন্ত গুরুত্বসহকারে শুনতাম। কেননা খলিল বাহিনীর সদস্যদের হাতে পাক বাহিনীও তাদের দোসররা নিয়মিত হত্যা হওয়ার খবর পেতাম। খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান খানকে যুদ্ধকালীন সময়ে দেখার বড় ইচ্ছা ছিল। কিন্তু যুদ্ধের সময় সে ইচ্ছা আর পূরণ হয়নি। মনের ইচ্ছা মনেই রয়ে গেল।
ঘনিয়ে এল বিজয়ের মাস। পাকাবাহিনীর বিদায় ঘন্টা বেজে উঠল। পাকবাহিনী তাদের তল্পী তল্পা নিয়ে ফরিদপুর বরিশাল মহাসড়ক পথে ফরিদপুরের উদ্দেশ্যে যাবার সময় মাদারীপুরের সমাদ্দার ব্রীজের কাছে মুক্তিযোদ্ধা খলিল বাহিনীর প্রতিরোধের স্বীকার হয়। মুক্তিযোদ্ধারা সমাদ্দার ব্রীজটি মাইন দিয়ে উড়িয়ে দেয়। এ সময় একটি পাকবাহিনীর গাড়িসহ বেশ কয়েকজন পাকসেনা মারা যায়। শুরু হলো খলিল বাহিনীর সাথে পলায়ন রত পাকবাহিনী ও তাদের দোসরদের মরনপন যুদ্ধ। কয়েক দিনের অব্যাহত যুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিকট পাকবাহিনী পরাস্ত হয়। সন্ধ্যায় আমরা ঘর থেকে দেখতাম গুলি গুলো জোনাকি পোকার মত আলো করে যেত। অনেক গুলি আমাদের জীর্ণ শীর্ণ ছোনের ঘরের চালায় বিদ্ধ হয়েছিল। তুমুল যুদ্ধ চলছে। পাকুম পুকুম শব্দ। মুক্তিযোদ্ধাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে সমাদ্দার এলাকা মুখরিত হয়ে উঠেছিল। ১০ ডিসেম্বর খলিল বাহিনীর মারমুখী যুদ্ধে পাকবাহিনী ও তাদের দোসররা অনেকে মারা গেল। সম্মুখ যুদ্ধে তরুণ সাহসী মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু শহিদ হল এবং ১১ ডিসেম্বর যুদ্ধে পরাস্ত হয়ে ক্যাপ্টেন শহীদ সহ ৭০ জন পাক সেনা নিয়ে মেজর খট্টকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান খানের নিকট আত্মসমর্পণ করে। আত্ম সমর্পনকারী পাকসেনা ও তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীকে নিয়ে যাওয়া হয় মাদারীপুরের রাজৈর থানার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর শ্রীশ্রী পতিতপাবন সেবাশ্রমে। আমাদের লাউশ্বরের বাড়ি থেকে মাইন বিস্ফোরণের শব্দ শুনে চতুর্দিকে তাকাচ্ছি কোথায় শব্দ হলো।মানুষ যাচ্ছে কমলাপুরের দিকে।শুনতে পেলাম কমলাপুর পতিতপাবন আশ্রমে পাকবাহিনীর কুখ্যাত দালাল আঃ রশিদ খাঁকে মুক্তিযোদ্ধারা মাইন দিয়ে উড়িয়ে দিয়েছে। আমি রওনা হলাম। আশ্রমে গিয়ে দেখি আত্মসমর্পনকারী পাকবাহিনী একে অপরের সাথে উর্দুভাষায় ফিস ফিস করে কথা বলছে। হাজার হাজার উৎসুক জনতা দাড়িয়ে দাড়িয়ে দেখছে নরঘাতকদের। এ সময় নির্যাতিত জনগণ পাকবাহিনী ও তাদের দোসরদের উদ্দেশ্যে ছুড়ে মেরেছে ঘৃণ্য খেতাব। নরপিশাচদের কিছুক্ষণ দেখার পর আশ্রমের পূর্ব পার্শ্বের জমিতে উৎসুক জনতা কি যেন দেখতে যাচ্ছে। সেখানে গিয়ে দেখি জমির মধ্যে একটি গর্ত। জনগণ ওখান থেকে ছুটে যাচ্ছে আশ্রমের দক্ষিণ পাশের জমির ভিতর। দেখি পাকবাহিনীর দালাল রশিদ খাঁর একখন্ড মাংস পিন্ড পড়ে রয়েছে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সব দৃশ্য দেখে মানুষ ধিক্কার দিচ্ছে ও থু থু ফেলেছে।
কমলাপুর আশ্রম থেকে ছুটে গেলাম সমাদ্দার ব্রীজের আশ পাশের স্মরণকালের ভয়াবহ যুদ্ধের স্মৃতি দেখতে। ঘুরে ঘুরে দেখলাম পাকবাহিনী ও তাদের দোসরদের বাংকার। গুলির হাজার হাজার খোসা পড়ে রয়েছে। অনেকে গুলির খোসা কুড়িয়েও নিচ্ছে। সমাদ্দার ব্রীজ উড়ানোর জন্য কয়েকটি মাইন পুতে রাখা হয়েছিল। মাইনের অনেকগুলো তার দেখে তা স্পর্শ করতেই অনেকে নিষেধ করলেন। ওটা এখনো তাজা রয়েছে বলে মন্তব্য করলেন। ভয়ে ভয়ে স্থান ত্যাগ করলাম। দৃষ্টি পড়ল একটি নারিকেল গাছের উপর। কয়েকদিনের অব্যাহত যুদ্ধে নারিকেল গাছটির সমস্ত শরীর ঝাঝরা হয়ে গেছে। তারপর গাছটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করার জন্য স্বাধীনতার পরও দীর্ঘ বছর বেঁচেছিল।মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী নারিকেল গাছটি তার শরীরে লাখো গুলির আঘাতে ক্ষত বিক্ষত অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর রাজৈর সিও অফিস চত্ত্বরে (বর্তমান উপজেলা পরিষদ চত্ত্বর) মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধাদের সত:স্ফুর্ততা দেখে খুবই ভাল লেগেছিল। হাজারো মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগনের উপস্থিতিতে সিও অফিস চত্ত্বর ছিল কানায় কানায় ভর্তি। মুক্তিযোদ্ধাদের সেই সমাবেশে এক চোর ধরা পড়েছিল। সেই চোরের যে কি অবস্থা হয়েছিল, তা না দেখলে বুঝানো যাবে না। মুক্তিযুদ্ধের সময়ের ঘটে যাওয়া বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে। যার সঠিক তারিখ তুলে ধরা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে দঃুখিত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION