টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এর পদোন্নতি জনিত কারনে বদলী উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার আছমত আলী খান অডিটরিয়মে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী বৃন্দের আয়োজনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা পৌর মেয়র শামীম নেওয়াজ, শিক্ষক সমিতি সভাপতি গৌরাঙ্গ চন্দ্র শিকদার, সেক্রেটারী মাহবুবুর রহমান খোকন, প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ, প্রধান শিক্ষক অলিক চন্দ ধর, মাদ্রাসার প্রিন্সিপ্যাল মোক্তার হোসেন প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এর হাতে উপহার হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয় ।
Leave a Reply