মাদারীপুর :
মাদারীপুরের শিবচরের দুটি বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রং মিশিয়ে আইসক্রীম তৈরির অপরাধে আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নের্তৃত্বে বুধবার দিনব্যাপী উপজেলার চান্দেরচর বাজার ও শিবচর পৌর বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চান্দেরচর বাজারে মধু আইসক্রীম ফ্যাক্টরীতে গিয়ে দেখা যায় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রীম। বাজারজাত করার উদ্দেশ্যে ভিন্ন মোড়ক ব্যবহার করা হচ্ছে। বিএসটিআই এর অনুমোদন না থাকায় অবৈধভাবে চালু রাখা হয়েছে ফ্যাক্টরী।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। শুধুমাত্র দুধ দিয়ে আইসক্রীম তৈরি ও অতি দ্রুত বিএসটিআই অনুমোদনের আবেদনের করার স্বর্তে ফ্যাক্টরী চালু রাখার সুযোগ দেয়া হয়। একই দিন শিবচর পৌর বাজারের তাকয়া শখের দোকানে অভিযান চালিয়ে পন্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, বিএসটিআই অনুমোদনের আবেদন করতে হলে ফ্যাক্টরী চালু রেখে দুধ দিয়ে আইসক্রীম তৈরি করতে হবে। তারা বিএসটিআই অনুমোদনের সুযোগ চাওয়ায় প্রাথমিকভাবে আর্থিক জরিমানা করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর ফ্যাক্টরীতে মজুদকৃত আইসক্রীম ধ্বংশ করা হয়েছে।
Leave a Reply