টেকেরহাট (মাদারীপুর) ঃ
মাদারীপুর স্থানীয় সরকার এর উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম বলেন, ‘মাদারীপুরের অনেক লোক বিদেশে যায় বিশেষ করে ইউরোপে, কিন্তু তাদের বেশিরভাগই অদক্ষ এবং অনিয়মিত ভাবে বিদেশ যায়। তাই দক্ষ অভিবাসী বৃদ্ধির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।’ বুধবার (১৮-১২-২৪) “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার – বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” এই শ্লোগান কে সামনে রেখে মাদারীপুরে পালিত হলো ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’।
মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, মাদারীপুর ও কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, মাদারীপুরের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোছা: ইয়াসমিন আক্তার এর প্রতিনিধিত্ব করেন মাদারীপুর স্থানীয় সরকার এর উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, অতিরিক্ত দায়িত্ব: উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ফাতিমা আজরিন তন্বী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম শাখা, শিক্ষা শাখা, প্রবাসী কল্যাণ শাখা, উন্নয়ন প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা, এনজিও সেল) নাবিলা ইয়াসমিন, মাদারীপুরের ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মিতু রাণী দেবনাথ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুরের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার, জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক মুন্সী আশফকুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন গ্রোগ্রামের কর্মীগন, ব্র্যাক মাইগ্রেশন গ্রোগামের ভলান্টিয়ার, প্রবাসবন্ধু ফোরাম ও নারী অভিবাসী ফোরাম এর সদস্যরা, প্রবাসী কল্যাণ ব্যাংক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ আরো অনেকে।
এদিন সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামানে র্যালীর মধ্য দিয়ে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও জেলা শহরের শুকুনি লেকের পাড়ে প্রবাসী মেলারও আয়োজন করা হয়।
বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সরকার এর উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম বক্তব্য রাখেন। তার বক্তব্যে আরো বলেন, যে সকল প্রতিষ্ঠান প্রবাসীদের নিয়ে কাজ করে তাদের বেশি বেশি গনসচেতনতা বাড়াতে হবে যাতে করে বিদেশ গমনেচ্ছুরা সচেতন হতে পারে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত হয়। প্রবাসীদের রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা পালন করে। পাশাপাশি প্রবাসীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত এর জন্য সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুরের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রশিক্ষন নিয়ে এবং ভাষা শিখে বিদেশ গেলে অর্থিকভাবে বেশি লাভবান হওয়ায় যায়’।
ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিতু রাণী দেবনাথ বলেন, ‘১৯৭২ সাল থেকে শুরু করে আজ অবধি দেশের উন্নয়নে ব্র্যাক তার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বিশ্বের বিভিন্ন দেশে কর্মসূচী বাস্তবায়ন করছে। বর্তমানে ব্র্যাকের অনান্য প্রোগ্রামের মধ্যে মাইগ্রেশন প্রোগ্রাম অন্যতম। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুর বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে নানাবিধ কাজ করছে। এসব কাজে প্রতিনিয়ত সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য জেলা প্রশাসন মাদারীপুরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জেলা শহরের শুকুনি লেকের পাড়ে প্রবাসী মেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর স্টলে সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী ও মেলায় আসা লোকজন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর কার্যক্রম সম্পর্কে জানতে পারে। পাশাপাশি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাদারীপুরের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার ও বিভিন্ন ব্যাংক এর প্রতিনিধিগন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর স্টল পরিদর্শন করে এবং সেবা সম্পর্কে প্রশংসা করেন। পাশাপাশি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সেবা সম্পর্কে তাদের সেবা গ্রহীতাদের অবগত করবেন যাতে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনারেকত্রীকরণ নিশ্চিত হয়
Leave a Reply