আরিফুর রহমান,মাদারীপুর :
মাদারীপুর পূর্ব পাঁচখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুক্তা নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফোরকান খান ও তার ছেলে শুয়েল খানের বিরুদ্ধে।
সোমবার বিকেলে বাড়ির বাউন্ডারি ভেঙে ঘরের ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শুয়েল তার বাবা ফোরকান খান।্এসময় গৃহবধু মুক্তা বেগমের ছেলে মাকে গালমন্দ করতে শুনে সামনে আসলে বেধড়ক মারধর করে রিয়াদ ও তার মা মুক্তা বেগমকে ।এসময় মুক্তা বেগম (৩৪) কে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থা দেখে ছেলে ড়াক চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসলে পালিয়ে জায় শুয়েল খান তার বাবা ফোরকান খান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে ।
এ বিষয়ে আহত মুক্তার বেগমের স্বামী বোরহান বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার স্ত্রীকে বেধড়ক মারপিট করেছে মাথায় আটটি সেলাই লেগেছে এরা আগে থেকে আমাদের সাথে দন্দ্ব করে আসতেছে । খামাখা কেন আমার স্ত্রীকে মারধর করলো আমি এর কঠিন বিচার চাই
এঘটনায় অভিযুক্ত ফোরকান খান ও তার ছেলে শুয়েল খানকে মোবাইলে একাধিকবার ফোন দিও পাওয়া যায়নি ।
এঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন বলেন, এখনো কেউ এবিষয়ে নিয়ে অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply